শিশু আমরা সকলেই ভালোবাসি। স্যোশাল মিডিয়াতেও শিশুদের নানান ধরনের ভিডিও ভাইরাল হয় খুব। কখনো কখনো হয় সেটা মজার, আবার কখনো কখনো হয় সেটা করুনার দুঃখের। আজকাল আবার শিশুদের নিয়েও প্রচুর প্র্যাঙ্ক ভিডিও দেখা যায় স্যোশাল মিডিয়ায়।আবার এমন অনেক ভিডিও দেখা যায় যেগুলোতে শিশুদের কান্ড দেখে কখনো হাসেন দর্শকরা আবার কখনো বিস্মিত হন।
জন্মানোর পর থেকেই যার ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল সে হলো কোকড়ানো চুল, নীল চোখ, গোলাপি ঠোঁটের ছোট্ট পরী ইরানের অনাহিতা হাশেমজাদেহ। গোটা বিশ্বের তাবড় তাবড় নায়িকাদের তুলনায় কোন অংশেই কম নয় এই ছোট্ট শিশুটি। যার ফ্যান ফলোইং গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। তবে নীল চোখওয়ালা কোঁকড়া চুলের মেয়েটির ছবি যেন নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। তবে তাঁর সম্পর্কে জানেন কি?
জেনে নিন মেয়েটির নাম, বয়স সহ অন্যান্য বিষয়। মেয়েটির নাম অনাহিতা হাশেমজাদেহ (Anahita Hashemzade)। নামটি অচেনা হলেও নীল চোখওয়ালা কোঁকড়া চুলের জন্য মেয়েটিকে ভোলার উপায় নেই। ২০১৬ সালের ১০ জানুয়ারি ইরানের ইসফাহান শহরে জন্মগ্রহণ করে অনাহিতা। ২০১৮ সালে শিশুটির একটি ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে (Instagram)। তারপর থেকেই নেটিজনদের কাছে জনপ্রিয় মুখ এই শিশুটি।
তবে তার পক্ষে একা কিছু করা সম্ভব না, এখানে মেয়েটিকে সাথ দিয়েছেন তার মা। মেয়ের এমন গুনগ্রাহী মানুষ দেখে তার মা নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যান। ২০১৮ সালে প্রথম তার ছবি ইনস্টাগ্রামে পোস্ট হয়। তারপর থেকেই একেবারে হইহই করে মানুষের মনের মধ্যে ঢুকে পড়ে মেয়েটি। তবে সোশ্যাল মিডিয়ার চক্করে এসে হঠাৎই তার ইনস্টাগ্রাম হ্যাক করা হয়। পরবর্তীকালে তার মা আরেকটি ইনস্টাগ্রামে একাউন্ট খুলেন। এইভাবে মায়ের সাপোর্টে মেয়ে রীতিমতো গোটা বিশ্বের সামনে মডেলে পরিণত হয়। কয়েকদিন আগে করোনাভাইরাস এই ছোট্ট মিষ্টি মেয়েকে কাবু করার খবর তখন গোটা সোশাল মিডিয়া জুড়ে। গোটা বিশ্বজুড়েই তার ফ্যান ফলোয়ার্সরা তা নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন।
কিন্তু অবশেষে তার মা জানান এ খবরটি পুরোপুরি ভুয়ো। যারা মনে করেন কন্যাসন্তান মহাপাপ, কন্যা সন্তান প্রতিটা পিতার গলার গলগ্রহ, তাদের কাছে এই ভিডিওটি সত্যিই অন্যরকম একটি ভিডিও হিসাবে একটি বার্তা পৌঁছে দেবে। মেয়েরা চাইলে কত কিছুই না করতে পারে। এখানে অবশ্য বাচ্চাটি তার সৌন্দর্যের জন্য সকলের কাছে পৌঁছে গেছে। মিষ্টি হাসির মিষ্টি ছোঁয়ায় সকলকে একেবারে কাত করে দিয়েছে ছোট্ট অনাহিতা। সকলের যেন নয়নের মনি হয়ে উঠেছে ছোট্ট পরী।