অল্প সময়েই টাকা হবে দ্বিগুণ, মধ্যবিত্তদের জন্য পোস্ট অফিসের সেরা পাঁচটি স্কিম, জেনে নিন

বর্তমানে ব্যাংকগুলোতে ( Bank) সুদের ( Interest) হার খুবই কম। মানুষের জীবনও অনিশ্চিত । ফলে কোথায় টাকা রাখলে সেই টাকার সুদের হার হবে বেশি সেটি ভেবে পান না অনেকেই। তবে পোস্ট অফিসের ( Post office) এমন কিছু স্কিম ( Scheme) রয়েছে সেগুলোতে যদি আপনি টাকা বিনিয়োগ করেন

তবে আপনি অনেকটাই লাভবান হতে পারবেন এবং আপনার বিপদের সময় আপনি এই টাকাগুলি ব্যবহার করতে পারবেন। ব্যাংকে সুদের হার কম হওয়ায় অনেকেই ব্যাংকে টাকা বিনিয়োগ করতে চাইছেন না । তাদের জন্য খুব ই সুবিধাজনক এই স্কিমগুলি।

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)- এই স্কীমের সুদের হার 6.6%. এই স্কিমে যদি আপনি টাকা রাখেন তাহলে তা 10.91 বছরে দ্বিগুণ ফেরত পাবেন।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) বা PPF:- এটি একটি লাভজনক স্কিম। এই স্কিমে সুদের হার 7.1% যদি আপনি এই স্কীমে টাকা রাখেন তা 10.14 বছরের বেড়ে একটা মোটা অংকের টাকা আপনি পেয়ে যাবেন।

পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (Post Office Sukanya Samriddhi Account)- এই স্কীমটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। যদি আপনি এই স্কীমে টাকা রাখেন তাহলে এই টাকা দ্বিগুণ হতে সময় লাগবে 9.47 বছর । এই স্কীমে সুদের 7.4 শতাংশ।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম (Post Office Senior Citizen Scheme) :- এই স্কীমে সুদের হার 7.4% প্রায় 10 বছর পর এই স্কিমের টাকা দ্বিগুণ হয়।

পোস্ট অফিস ন্যাশনাল সেভিং সার্টিফিকেট (Post Office National Saving Certificate) :- এই স্কিমের সুদের হার 6.8 শতাংশ। 5 বছরের জন্য এই স্কীমে টাকা বিনিয়োগ করতে পারবেন । তারপর আপনি টাকা দ্বিগুণ করতে পারবেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker