Kanchan-Sreemoyee: ভরা মঞ্চে ‘চিরদিনই তুমি যে আমার’ গেয়ে একে অপরের হাত ধরে প্রেম নিবেদন কাঞ্চন-শ্রীময়ীর! ব্যাপক ভাইরাল ভিডিও

টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় নানান গুঞ্জন। কখনো নুসরাত তো কখনো শ্রাবন্তী। সেই তালিকাতে আরেকটি জুটিও রয়েছে। সেটি হল কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) জুটি। বিগত একবছর ধরে কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে কাটাছেঁড়া। শোনা যায় তিনি নাকি অবৈধ সম্পর্কে আবদ্ধ। তাঁর স্ত্রীর নাম পিঙ্কি ব্যানার্জী। তাঁদের একটি ছেলেও আছে। তবে বেশ কয়েকদিন আগে কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি ব্যানার্জী কাঞ্চন মল্লিকের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর স্ত্রীর দাবি ছিল কাঞ্চন মল্লিকের সাথে এক অভিনেত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই অভিনেত্রীর নাম শ্রীময়ী চট্টরাজ, যিনি কৃষ্ণকলি ধারাবাহিকে খলনায়িকা ‘রাধা’ চরিত্রটির জন্য জনপ্রিয় হয়েছিলেন।

কাঞ্চন মল্লিকের সাথে শ্রীময়ী শ্রীময়ী চট্টরাজের অবৈধ সম্পর্ক আছে কিনা, এই নিয়ে স্যোশাল মিডিয়ায় চলে কাটাছেঁড়া। যদিও কাঞ্চন মল্লিক বা শ্রীময়ী চট্টরাজ কেউই বিষয়টি স্বীকার করেননি। তাও কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে একসাথে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে, রাজনৈতিক ক্রিয়াকলাপে একসাথে দেখা গেছে। এমনকি একসাথে তাদের ছবি স্যোশাল মিডিয়াতেও দেখা গেছে। কয়েকদিন আগে তো কাঞ্চন মল্লিকের বাড়ির কালিপুজোতে একই রঙের পোশাক পরেছিলেন দু’জন।

এর মাঝেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা গেছে কটি গ্রামের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এমনকি এই অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসাথে গান গাইতেও দেখা যায়। দর্শকের অনুরোধে তারা দুজনে মিলে ‘চিরদিনই তুমি যে আমার’ গানটি গেয়ে শোনান। এই গানটি ‘অমর সঙ্গী’ সিনেমার জনপ্রিয় গান। এই গানটি করার সময় কাঞ্চন মল্লিক শ্রীময়ীর হাতে হাত রেখে রোমান্টিক ভাবে গানটি সকলের সামনে উপস্থাপন করেন। ভিডিওটি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। তবে ভিডিওটিকে ঘিরে সমালোচনার অন্ত নেই।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker