দিন বদলের পালায়, অনেক কিছুই বদলে যায়। বদলে গেছে এখনকার শিশুরাও, তারা ছোট থেকেই বিভিন্ন বিষয়ে পারদর্শী। তারা পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, আঁকা আরো নানা বিষয়ে পারদর্শী হয়ে ওঠে সময়ের সাথে সাথেই। কিন্তু এবারের চমক একদম চমকে দেওয়ার মতোই মাত্র ৫ বছরের খুদে অসাধারণ গান গাইলেন জাতীয় মঞ্চে দাঁড়িয়ে।
সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল (Viral) হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রজ্ঞা সরকার নামের এক শিশু কন্যা দুর্দান্ত গান গাইছে। তার গানের খাতিরেই বহু আগে থেকেই সোশ্যাল মিডিয়ার পরিচিতি লাভ করেছে। এই বছরের কালার্স টিভির রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’-এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন প্রজ্ঞা সরকার। তার সাথেই উপস্থিত ছিলেন তার মা। সেখানেই মঞ্চে সবার সামনে দুর্দান্ত একটি গান গেয়ে শুনিয়েছেন প্রজ্ঞা।
মঞ্চে জনপ্রিয় একটি হিন্দি গান ‘ঘর মোরে পরদেশিয়া’ উপস্থাপন করেছেন পাঁচ বছর বয়সী ছোট্ট শিশু কন্যা। তার এই অল্প বয়সেই গানের সুর তালের বহর সবাইকে চমকে দিয়েছে। বিচারকের আসনে উপস্থিত ছিলেন কিরণ খের (Kirron Kher), বাদশা (Baadshah), শিল্পা শেঠি কুন্দ্রা (Shilpa Shetty Kundra),মনোজ মুন্তাসির (Manoj Muntashir)। উপস্থিত সমস্ত বিচারক চমকে যান।
শিল্পা শেট্টির তরফ থেকে আসে বিশেষ ভালোবাসা, তিনি তো কোলে তুলে বসিয়ে আদর করলেন। নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন প্রজ্ঞাকে, অবাক হচ্ছেন সকলেই এত ছোট বয়সেই এত সুন্দর গানের গলা এবং এত সুন্দর সুর ও লয় দেখে। অবশ্যই আপনিও একবার দেখেনিন এমন সুন্দর ভিডিওটি।