সরাসরি নেগেটিভ মন্তব্যের স্বীকার হলেন হলেন গায়িকা ইমন চক্রবর্তী ( Imam Chakraborty) । পেলেন ‘চটিচাটা’ তকমাও, এরপর কি বললেন একটা সময়ের এসএফআইয়ের (SFI) দাপুটে নেত্রী ইমন চক্রবর্তী? কেন বা তার উপর এমন তকমা আরোপিত করা হলো ? আসুন জেনে নেওয়া যাক। কিছু দিন আগেই ইকোপার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিচালনায় অনুষ্ঠিত হয়েছিল বিজয়া সম্মিলনী। তার পর থেকেই এই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া গুলোতে একের পর এক কটু কথা, নিন্দা, সমালোচনার ঝড় উঠতে থাকে।
এই অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগদান করেছিলেন টলিউডের তারকারা, সমালোচিত অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে উপস্থিত তারকাদেরও বিভিন্ন ভাবে কটু ভাষায় সমালোচনা করেন নেটিজেনরা। কখন তাদেরকে বলা হয় ‘চটিচাটা’ আবার কখনো বা বলা হয় ‘মেরুদন্ডহীন’। নেটিজেনদের দাবি অনুযায়ী অনুষ্ঠানে যোগদান করবার অপরাধে অভিনেতা-অভিনেত্রীরা প্রত্যেকেই কটূক্তির স্বীকার হয়েছেন নানাভাবে। অনুষ্ঠান পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তোলা বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবার সঙ্গে সঙ্গেই ধেয়ে এসেছে সমালোচনার ঝড়। বিভিন্ন কুরুচিকর মন্তব্য।
বুধবার অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনান্য সব সেলিব্রিটিদের মতোই গায়িকা ইমন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিতির সুবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ছবি তোলেন। এবং অনুষ্ঠানের উপস্থিত বাকি তারকাদের সঙ্গেও তিনি ছবি তুলে সোশ্যাল মিডিয়া তে শেয়ার করেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ছিলেন রূপঙ্কর বাগচি, পরিচালক রাজ চক্রবর্তী। ছবি গুলো সোশ্যাল মিডিয়াতে সবার সামনে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় নেটিজেনদের কুরুচিকর মন্তব্য, কেউ বলেন ‘গিরগিটি’ , কেউবা বলেন ‘চটিচাটা’, আমার কেউ বলেন ‘চাকরি চোর’ ইত্যাদি বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন তিনি।
ইমন চক্রবর্তী আমাদের কাছে এসএফআইয়ের (SFI)দাপুটে নেত্রী হিসাবেই পরিচিত। সেই এস এফ আইয়ের (SFI)নেত্রী ইমন চক্রবর্তীর তৃণমূল প্রীতি বেশ কয়েক মাস ধরেই নেটিজেনরা ভালো চোখে দেখছেন না । তাঁকে ইনসিকিউর্ড বলে অপমান করা রূপঙ্কর বাগচীর পাশে হেসে হেসে ছবি তুলতেও দেখা গেছে। তার ভক্তদের দাবী এইসব ইমনের ব্যক্তিতে লাগে না! তার এইসমস্ত কাজ কর্মের জন্য কি তার ভক্তরা চটেছেন?
তবে তিনি তার সমালোচনার প্রতিউত্তরে বলেন ‘একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি যে কিছু মানুষ খারাপ বলতেই জানেন। সোজা হাঁটলে বলবে বাঁকা যান,আর বাঁকা হাঁটলে তো কথাই নেই।…প্রত্যেক মানুষেরই নিজের বাঁচার স্বাধীনতা রয়েছে, ঘৃনা ছড়াতে চাইলে ছড়ান কিন্তু তার দায় আপনার, আমাদের নয়। বিশ্বাস করুন, দিনের পর দিন এসব নিতে নিতে অন্ধকারে আর বসে না থেকে আলোয় ভালোয় বাঁচতে শিখে গেছি’।
এরপর তিনি সমালোচকদের উদ্দেশ্য মস্করা করে উপদেশ দিয়েছেন যোগব্যায়াম করার, বলেছেন এতে ভালো থাকবেন আনন্দে থাকবেন। ইমন চক্রবর্তীর সাথে সাথে অপরাজিতা আঢ্য ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের দিকেও এসেছে সমালোচনার বান ডেকে এনেছেন সমালোচকরা । মুখরা অভিনেত্রী স্বস্তিকা সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন ‘তিনি শুধু মুখ্যমন্ত্রীকেই সন্মান জানিয়েছেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী হলেও একই কাজ করতেন’।