এই কলমটি করলে একটি জবা গাছে ফুটবে ৪-৫ রকমের জবা ফুল, রইলো ভিডিও

ফুল গাছ পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। অনেকেই নিজের বাড়িতে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজান। বাগান করার ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় হচ্ছে গাছের যত্ন করা। আর গাছকে সঠিক পদ্ধতিতে বড় করে তোলা। ছোট থেকে গাছের যত্ন সঠিক ভাবে না করলে গাছ বড় করে তোলা মুশকিল।

যদি বড় হয়েও যায় তাহলে সহজেই মরণাপন্ন অবস্থায় চলে যেতে পারে। ফুলের গাছ লাগাতে প্রত্যেকেই পছন্দ করেন। আজ আমরা এই প্রতিবেদনে সংকরায়ন পদ্ধতির ব্যাপারে বলতে এসেছি। এই পদ্ধতিতে একটি গাছে একাধিক রঙের ফুল ফোটানো সম্ভব। এটি একটি বিশেষ পদ্ধতি। এর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সঠিক পদ্ধতি ফলো না করলে কখনোই একাধিক রঙের জবা ফুল গাছে ফোটাতে পারবেন না।

প্রথমে একটি টবে পরিমাণমতো মাটি নিতে হবে। তারপর তাতে বিভিন্ন রঙের জবা গাছের কয়েকটি ডাল আলাদাভাবে পুঁতে দিতে হবে। এরপর সেই ডালগুলিকে প্রধান ডালের সাথে সামান্য পরিমাণে শিরা কেটে একটি দড়ির সাহায্যে বেঁধে দিতে হবে। খেয়াল রাখবেন বাঁধন যেন গোড়া থেকেই থাকে। এইসময় পরিমিত সূর্যের আলো ও ছায়া প্রয়োজন থাকে। এর সাহায্যে খুব সহজেই সংকরায়ন ঘটানো সম্ভব হয়। তবে এই সময়ে গাছের বিশেষ যত্ন নিতে হয়। যদি সঠিকভাবে যত্ন না নেওয়া হয়, তাহলে এই পদ্ধতি সফল হবে না।

জবা 10 ডিগ্রীর নিচের তাপমাত্রা সহ্য করতে পারে না। তাই উষ্ণ অঞ্চলে এই গাছ বেশি দেখা যায়। তবে নাতিশীতোষ্ণ অঞ্চলে অনেকেই গ্রিন হাউসে জবা গাছ পালন করেন। সারা পৃথিবীতে প্রায় 650 এর বেশি জবা গাছের প্রজাতি রয়েছে। তবে নার্সারিতে যে সমস্ত জবা গাছ দেখতে পাওয়া যায় তার অধিকাংশই গ্রাফটিং টিস্যু কালচার ও দুই প্রজাতির ফুলের পরাগরেণু ঘটিয়ে নতুন প্রজাতির ফুল তৈরি করা হয়। তাই সংকরায়নে এই ধরনের জবা ব্যবহার করলে অসুবিধা হবে না। তবে একটু দেখে নেবেন যেন গাছের দুটো ডাল ঠিকমতো জোড়া লাগে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker