বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। তার মৃত্যুর পেরিয়ে গেছে চার দশক। কিন্তু এখনও অমর রয়ে গেছেন মানুষের মনে। তার ব্যক্তিত্ব, অভিনয়, হাসি কোনটাই আজও ভুলতে পারেনি মানুষ। সেই চাহনি আজও স্মৃতিতে রয়ে গেছে বাঙালির। সর্বকালের সর্বসেরা মহানায়ক উত্তম কুমার আজও একইভাবে রয়ে গেছেন ইন্ডাস্ট্রিতে। গতকাল ছিল এই প্রবাদপ্রতিম মহানায়ক এর জন্মদিন।
সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা অনেকেই নিজের নিজের মতো করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মহানায়ক কে। এই সকল তারকাদের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছেন হানি বাফনা। তিনি বাঙালি না হলেও বাংলা ধারাবাহিকের জগতে অভিনয় করেন। অল্প সময়ে বেশ পরিচিতি পেয়েছেন তিনি।
বাংলা সাবেকি ঢঙে উত্তমকুমারকে নিজের বুকে জায়গা দিয়েছেন তিনি। হানি বাফনা তার সাদা পাঞ্জাবিতে উত্তম কুমারের ছবি ফুটিয়ে তুলেছেন। “রাইকিশোরী কালেকশনে” নিজেকে এদিন সাজিয়েছিলেন হানি বাফনা। অনুভব নামের একটি বনেদি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। এই শ্রদ্ধা জ্ঞাপন তার শৈল্পিক মনোভাবকে ফুটিয়ে তুলেছে।