ব্যস্ততায় ভরা মানুষের জীবন। আর এর মাঝেই মানুষ আনন্দ খুঁজে নিতে চায় সবসময়। স্যোশাল মিডিয়ায় (Social media) বিভিন্ন মজার ভিডিও ভাইরাল হয় যার মধ্যে থাকে পশুদের নিয়েও মজার ভিডিও (Funny video)। কখনো দেখা যায় দুই কুকুর মিলে মারামারি করছে, আবার কখনো দেখা যায় বিড়ালের ছোট বাচ্চা মারামারি করছে, আবার কোন কোন সময় দেখা যায় কুকুর ও বিড়ালের মারামারি করছে। আবার শিশু ও কোনো পশুর বন্ধুদের ভিডিও দেখা যায়।
পশুদের ভিডিওর ব্যাপক চাহিদা সোশ্যাল মিডিয়ায়। যাদের বাড়িতে পশু রয়েছে তারা সব সময় চেষ্টা করেন তাদের পশুদের নানান মজার কীর্তিকলাপ রেকর্ড করে রাখতে বা ভিডিও করে রাখতে। পরে সেগুলিকে ফেসবুকে বা বা ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। অনেকে আবার পশুদের নিয়ে নানারকম চ্যানেল খুলে থাকেন ও তাদের নিয়ে নানারকম ব্লগ (Blog) বানিয়ে থাকেন।
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অবাক করা ভিডিও। যে ভিডিওতে দেখা গেছে ছাগল (Goat) ঘাস খাওয়া ভুলে সিগারেট খাচ্ছে। এমনিতে ছাগল একটি তৃণভোজী প্রাণী। কিন্তু ভিডিওতে দেখা গেছে একটি ছাগল ধূমপান করছে। এই ভিডিও করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে আনন্দ পেয়েছেন দর্শকরা।