‘সেলিব্রিটি হলেও কুসংস্কারে ভরপুর’, এই ৭ বলিউড তারকার অন্ধবিশ্বাসের কথা শুনলে আপনিও লজ্জা পাবেন

বর্তমান ভারতে সবদিক থেকে এগিয়ে। শিক্ষা, বিজ্ঞান, সমাজ সবদিক থেকে এগিয়ে সমাজ। কিন্তু তাও কিছু মানুষের মনের গভীরে এখনও বাস করে কুসংস্কার। বহু মানুষ কুসংস্কারের বশবর্তী। এমনকি তারকাদের (Celebrity) মধ্যেও এমন অনেকেই রয়েছে যারা কুসংস্কারাচ্ছান্ন। এমনকি বলিউডের বেশকিছু তারকাই কুসংস্কারের বশবর্তী। এঁদের মধ্যে কারা রয়েছে, দেখুন–

১. অমিতাভ বচ্চন : বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। তিনিও কুসংস্কার আবদ্ধ। তিনি সারাজীবনে এতো হিরোর চরিত্রে অভিনয় করেছেন, অথচ বাস্তবে তিনি কুসংস্কারের বশবর্তী। তিনি এখনও কোনো ক্রিকেট ম্যাচের সরাসরি সম্প্রচার দেখেন না, কারন তার বিশ্বাস যে তিনি সরাসরি সম্প্রচার দেখলেই ভারত হেরে যাব।

২. শাহরুখ খান : বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর মনেও রয়েছে কুসংস্কার। তিনি বিশ্বাস করেন, ৫৫৫ নাম্বারটি তাঁর লাকি নম্বর। এই নম্বরটি তাঁর গাড়ির প্লেটে, বাংলোর নাম্বারে, সেলফোনের নম্বর রয়েছে।

৩. অক্ষয় কুমার : অক্ষয় কুমারও কুসংস্কারাচ্ছন্ন। তিনি ৯ অক্ষরটিকে গুরুত্ব দেন জীবনে।এমনকি সিনেমাতে অভিনয় করার জন্যেও তিনি ৯ সংখ্যার যোগ করে পর নেন। তিনিও ৯ সংখ্যাকে লাকি মনে করেন।

৪. হৃত্বিক রোশন : হৃত্বিক রোশন গ্রিকগড নামে বিখ্যাত। দেশ, বিদেশে খ্যাতি লাভ করা এই সুপার হিরোও কুসংস্কারাচ্ছন্ন। তাঁর ডান ৬ টি আঙ্গুল। সেখানে তার এক্সট্রা ওই একটি আঙ্গুলকে তিনি নিজের লাকি চার্ম বলে মনে করেন।

৫. দীপিকা পাড়ুকোন : যার স্মার্টনেস নিয়ে আলোচনা হয় সমগ্র বলিউডে। তিনিই কিনা কুংস্করাচ্ছন্ন। তিনি সব ছব বেরোনোর আগে শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে আসেন। কারণ তিনি বিশ্বাস করেন এই পুজো না দিলে তাঁর ছবি হিট হবে না।

৬. রণবীর কাপুর : রনবীর কাপুরের গাড়ির নম্বরপ্লেটে রয়েছে পাচ্ছে ৮ সংখ্যাটি। তিনি এই সংখ্যাটিকে খুবই লাকি সংখ্যা মনে করেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker