রাজ্যের এই নতুন প্রকল্পে বাড়ি বসেই খুব সহজে পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট

বর্তমানে কাস্ট সার্টিফিকেট (Cast Certificate) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের (Document) মধ্যে পড়ে। এখন অনেকেই এই কাস্ট সার্টিফিকেট করতে চাইছেন। কারণ এই কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সরকারি সুবিধা। এতে যেমন বিভিন্ন চাকরির (Job) ক্ষেত্রে আপনার বয়সের ছাড় থাকবে সেরকমই থাকবে আর্থিক ছাড়। এছাড়াও যে কোথাও ভর্তির ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে আপনি সবদিক থেকে পেয়ে যাবেন অনেকটা ছাড়।

তবে কাস্ট সার্টিফিকেট কিভাবে করা যাবে অনেকেই সেটি জানতে চান। তবে এবার তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন ।এই সিদ্ধান্ত এ জানানো হয়েছে যে এবার থেকে অনলাইনে পাওয়া যাবে কাস্ট সার্টিফিকেট। জানা গেছে 1 নভেম্বর থেকে অনলাইনে (Online) কাস্ট সার্টিফিকেট করা যাবে। অনলাইনে ডাউনলোড (Download) করে যে প্রিন্ট (Print) করিয়ে নিলেই পাওয়া যাবে এই কাস্ট সার্টিফিকেট। এমনটাই জানানো হয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হওয়ার পরে সেগুলি ভেরিফিকেশন (Verification) করা হবে এবং তারপরে মহকুমা শাসকের স্বাক্ষর (Signature) নিতে হবে। তাহলেই আবেদনকারী পেয়ে যাবেন এই সার্টিফিকেট। এরপরে অনেকেই ভীষণ নিশ্চিন্ত হয়েছেন কারণ এর ফলে আর এর ফলে এখন আর বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না আবেদনকারীকে এবং খুব সহজেই অনলাইনে সার্টিফিকেট ডাউনলোডও করে দিতে পারবে আবেদনকারীরা। এর ফলে অনেকেরই খুব সুবিধা হবে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker