পশু (Bird), পাখি (Animal) সবাই ভালোবাসেন। তাই বহু মানুষ সুযোগ পেলেই ঘুরতে চলে যান চিরিয়াখানায়(Zoo)। আবার নিজ বাড়িতে পশু পাখিদের অপত্য স্নেহে পালন করেন অনেকেই। শুধু তাই নয় পশু, পাখি প্রেমীরা স্যোশাল মিডিয়ায় নানা ধরনের ছবি ,ভিডিও পোস্ট করে থাকেন। আর যাদের বাড়িতে পোষা পশু,পাখি রয়েছে তাদের তো কথাই নেই। এইসব ছবি, ভিডিও ভাইরাল হয় প্রতিনিয়ত। অনেক ভিডিওর মাধ্যমে এও বোঝা যায় যে পশুপাখিদের উপযুক্ত শিক্ষা দিলে তারাও অনেক কিছু করতে পারে। তাদের কিছু কিছু কার্যকলাপ মানুষদের অবাক করে তোলে।
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা গেছে বিছানায় একটি শিশু (Children) এবং একটি ছোট্ট পুতুলের সাথে খেলা করছে এই বাঁদরের (Monkey) ছোট বাচ্চা। এমনকি শিশুটি আর বাঁদর বাচ্চাটি বিছানায় শুয়ে শুয়ে হাত ধরে খেলা করছে। যেন দুই ভাই। এরপরেই দেখা যায় ছোট্ট শিশুটি বিছানায় শুয়ে ঘুমাচ্ছে আর তার পাশে শুয়ে রয়েছে বাঁদর ছানাটি। এমনকি বাদর ছানাটি ছোট্ট শিশুটিকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। যেন দুই ভাই শান্তিতে ঘুমাচ্ছে বিছানায়।
এরপরেই দেখা যায় যে বানর ছানাটি ছোট্ট শিশুটির পিঠে উঠে বসছে, কখনো বা খেলনা হাঁসের সঙ্গে খেলা করছে। এমনকি বাচ্চাটি ঘুমিয়ে পরলে বাঁদর ছানাটিও বাচ্চাটিকে জড়িয়ে ধরে ঘুমাতে শুরু করে দেয়। এই ভিডিওটি ‘Monkey Kaka’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছিল। বর্তমানে ভিডিওটি ১.৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ৬.৭ হাজার মানুষ লাইক করেছেন। ভিডিওটি দেখে মনে হচ্ছে দুই ভাই শান্তিতে ঘুমাচ্ছে। ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।