নব্বইয়ের দশকের ছেলে-মেয়েরা যার সিনেমা বাবা-মায়ের সামনে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করত না, এমনকি বাবা-সমায়েরাও ছেলে-মেয়েদের সামনে যে অভিনেতার সিনেমা দেখতে পারতেন না, তিনি হলেন ইমরান হাশমি(Emraan Hasmi)। ইমরান হাশমির এমন কোনও সিনেমা হয়তো নেই, যেখানে কিসিং সিন নেই। কিসিং সিনের জন্য পরিচালকদের প্রথম পছন্দ সেই সময় ইমরান হাসমি। তাঁর সিনেমা মানেই অ্যাডাল্ট ফিল্ম আর কিসিং সিন। তাই বলিউডে তাঁকে সিরিয়াল কিসার বলা হয়।
‘গ্যাংস্টার’ (Gangster), ‘কলিযুগ’ (Kalyug), ‘মার্ডার’ (Murder), ‘ফুটপাত’ (Footpath), ‘দ্য ট্রেন’ (The Train), ‘চকলেট’ (Chocolate) ইত্যাদি বিভিন্ন সিনেমাতে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন ইমরান হাশমি। তবে তার মধ্যে ‘মার্ডার’ ফিল্মের মল্লিকা সেরাওয়াত ও ইমরান হাশমির কিসিং সিন খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়। ইমরান হাশমি ও মল্লিকা সেরাওয়াত-কে তার বেস্ট কিসিং পার্টনার বলেছিলেন। তবে ইমরান হাশমিই একবার এক নায়িকার সাথে কিসিং সিন করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।
একটি সাক্ষাৎকারে ইমরান হাশমিকে জিজ্ঞেস করা হয়েছিল তার কিসিং সিন করতে কখনও অস্বস্তি হয়েছিল কিনা? সেই প্রসঙ্গে তিনি জানান যেকোনো সিনেমার দৃশ্যে অভিনেতা- অভিনেত্রীরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেন। তাই তার হিরোইনরা তাকে সবসময় কিসিং সিনে হেল্প করায় কখনও তাকে অস্বস্তি বোধ করতে হয়নি। তবে কোনো একটি সিনেমায় এক নায়িকার সাথে কিসিং সিনে ইমরান সেই হিরোইনের মুখ থেকে খুবই বাজে গন্ধ পাচ্ছিলেন। তাই তাঁকে অস্বস্তিতে পড়তে হয়েছিল। ক্যামেরা চালু থাকায় বাধ্য হয়েই কিসিং সিন করতে হয়েছিল। তবে বর্তমানে তাঁর পুত্র বড় হওয়ায় ইমরান হাশমিকে কিসিং সিনে তেমন দেখা যায় না।