Dhanteras 2022: ধনতেরাসের দিন ভুলেও এই ৭টি জিনিস কিনবেন না, বাড়তে পারে সমস্যা-বিপর্যয়

কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথি ত্রয়োদশীর দিন ধনতেরাস ( Dhanteras) পালিত হয় । এই দিনটিকে অনেকেই খুব শুভ ( lucky) বলে মানেন । এই দিনে এমন কিছু নিয়ম রয়েছে যে গুলি কখনোই পালন করা যাবে না। আবার এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে আপনি হয়ে উঠবেন সমৃদ্ধশালী।

সেদিন আপনি আপনার ঘরের উত্তর দিকে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন ।কারণ ধনকুবেরের উপযুক্ত দিক হলো উত্তর দিক ।তাহলে কুবের দেবতা আপনার গৃহে প্রবেশ করবে এবং আপনার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। এছাড়াও ধনতেরাসের দিন আপনাকে খেয়াল রাখতে হবে কোন জায়গা থেকে যেন জলের অপচয় না হয় ।কারণ জলের অপচয় হয় একেবারেই শুভ নয়।

এছাড়াও ধনতেরাসের দিন আপনি যখন প্রদীপ জ্বালাবেন তার সঙ্গে একটি লবঙ্গ ( Clove) জ্বালাতে পারেন। তাহলে পজিটিভ এনার্জি ( positive energy) আসবে।

ধনতেরাসের দিন কিছু কিছু জিনিস কেনার থেকে আপনি এড়িয়ে চলুন তাহলে আপনি সৌভাগ্যবান হবেন। ধনতেরাসের দিন কোন ধারালো জিনিস কিনবেন না। ছুরি-কাঁচি ইত্যাদি ধরনের জিনিস কখনোই কিনবেন না ।তাহলে আপনার বিপদ হতে পারে।

এছাড়াও ধনতেরাসের দিন কখনো নকল সোনা কিনবেন না । অর্থাৎ সিটি গোল্ড, ইমিটেশন ইত্যাদি জিনিস কিনবেন না। তাহলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে ।এছাড়াও ধনতেরাসের দিন লোহার জিনিস কিনবেন না ।কারণ এই দিন সোনা ( Gold) বা কোনো ধাতু কেনা ভালো। তাই লোহার জিনিস কখনোই কিনবেন না।

এছাড়া ধনতেরাসের দিন কালো রংয়ের কোন জিনিস কিনবেন না ।সেটিকে অশুভ বলে ধরা হয়। এছাড়াও এই দিন কাচের ( Glass) জিনিস কিনবেন না। সেটিও অশুভ প্রভাব ফেলবে। ধনতেরাসের দিন গাড়ি কিনবেন না । গাড়ি ( Car) কেনা এই দিনে শুভ নয়। এইদিন স্টিলের জিনিস বা স্টিলের বাসনপত্র ইত্যাদি কখনোই কিনবেন না।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker