বর্তমানে রিয়ালিটি শো ( Reality Show) গুলি দর্শকদের খুবই পছন্দের।সেরকম একটি রিয়ালিটি শো হল ডান্স ডান্স জুনিয়র সিজন ৩ ( Dance Dance Junior Season 3) । স্টার জলসায় এই শো টি অনুষ্ঠিত হয়। এই শো তে বিচারক হিসেবে রয়েছেন অভিনেতা দেব ( Dev) , রুক্মিনী মৈত্র ( Rukmini Maitra) , মনামী ( Monami) প্রমূখ।
এছাড়াও অতিথি বিচারক হিসেবেও মাঝেমধ্যে উপস্থিত থাকেন অনেকে। তবে এবারে এই শোতে অতিথি বিচারক হিসেবে দেখা গেল সৌরভ গাঙ্গুলির ( Sourav Ganguly) স্ত্রী ডোনা গাঙ্গুলীকে ( Dona Ganguly) তিনি একজন বিখ্যাত ড্যান্সার এ কথা সকলেরই জানা। তবে সাধারণত তাকে কোন রিয়েলিটি শো তে এর আগে দেখা যায়নি। এবারে তাকে এই রিয়ালিটি শোতে দেখা গেল।
গত শনিবার সেই এপিসোডটি স্টার জলসায় দেখানো হয় । এই শো তে ডোনা গাঙ্গুলী একজন প্রতিযোগিকে কিছু নাচের স্টেপ দেখান। এছাড়াও প্রকাশ্যে তিনি নাচ ও করেন এই মঞ্চে। যা সকলে ভীষণ পছন্দ করেছেন ।সাধারণত এভাবে তাকে কখনোই দেখা যায়নি। সেই জন্যই দর্শকরা তার এই নাচ ভীষন পছন্দ করেছেন।
এর আগেও এই শো তে অতিথি বিচারক হিসেবে এসেছিলেন যীশু সেনগুপ্ত, সুনীল শেট্টি ,মৌনি রয়, প্রসেনজিৎ চ্যাটার্জী, কোয়েল মল্লিক প্রমুখ। এবারে তেমনি এলেন ডোনা গাঙ্গুলি। এই এপিসোড টি দর্শকরা খুবই পছন্দ করেছেনম অন্যান্য কয়েকবারের তুলনায় এবার ডান্স ডান্স জুনিয়রের দর্শক সংখ্যাও কিছুটা বেশি । অনেকেই ডোনা গাঙ্গুলীর এই নাচের স্টেপের ভীষন প্রশংসা করেছেন।