বয়স ৬০ পেরোলেও ধরে রেখেছেন গ্ল্যামার, সৌন্দর্যে নতুন নায়িকাদেরও হার মানাবে দেবশ্রী, ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম বিখ্যাত অভিনেত্রী হলেন দেবশ্রী রায় (Deboshree Roy)। প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjeet Chatterjee), চিরঞ্জিত (Chiranjeet), তাপস পাল (Tapas Pal) ও ভিক্টর ব্যানার্জির (Victor Bannerjee) মত তাবড় তাবড় অভিনেতাদের (Actors) সাথে একসময় কাজ করেছেন তিনি। নব্বইয়ের দশকের অতি পরিচিত মুখ ছিলেন তিনি। বহু সুপারহিট সিনেমা বাংলা সিনেমা জগতকে উপহার দিয়েছেন তিনি। +966 সালে হিরণ্ময় সেনের (Hiranmay Sen) “পাগল ঠাকুর” সিনেমা থেকে টলিউডে ডেবিউ করেন তিনি. তবে সাফল্যের মুখ দেখা শুরু করেন তরুণ মজুমদারের (Tarun Majumdar) ছবি “কুহেলি” থেকে।

1978 সালে মুক্তি পাওয়া ছবি “নদী থেকে সাগর” সিনেমায় তাকে প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যায়। এভাবেই ধীরে ধীরে তিনি নিজের ক্যারিয়ার বিস্তার করেন সিনেমা জগতে। 1981 সালের “36 চৌরঙ্গী লেন” সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভারতজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি। কিন্তু তার অভিনীত সিনেমা “ত্রয়ী” এই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। “উনিশে এপ্রিল” সিনেমায় কাজ করায় আন্তর্জাতিক পুরস্কার পান দেবশ্রী রায়।

90 দশকের বিখ্যাত গান “আমি কলকাতার রসগোল্লা” তে কোমর দুলিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন তিনি। সেই সময় ছোট থেকে বড় প্রত্যেকেরই মুখে ছিল এই গান আর পায়ে ছিল দেবশ্রীর হুক স্টেপ। তবে মাঝে বেশ কয়েক বছর তিনি অভিনয় জগত থেকে দূরে ছিলেন। প্রফেশনাল লাইফের পাশাপাশি পার্সোনাল লাইফের জন্যেও বারবার চর্চায় উঠে আসতে হয়েছে তাকে। অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর রাজনীতিতেও তাকে দেখা যায়। অবশ্য বিধানসভা ভোটের পর তিনি জানিয়েছিলেন ফের অভিনয় জগতে ফিরতে চান তিনি।

আর সেই কথাকে সত্যি প্রমাণ করেই জি বাংলার বিখ্যাত ধারাবাহিক “সর্বজয়া” দিয়ে কামব্যাক করেন তিনি। এত বছর অভিনয় জগৎ থেকে দূরে থাকার পরেও অভিনয় দক্ষতায় এতোটুকু ভাটা পড়েনি তার। যদিও অল্প কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিকটি ইতি টানে। সম্প্রতি নিজের একটি ফটোশুটের ছবি আপলোড করেছেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে এই মডার্ন লুক এর ফটোশুট হয়েছিল তার। তার এই সমস্ত ছবি দেখে অবাক হয়েছেন অনেকেই। এই বয়সে এসেও যে এতটা গ্ল্যামারাস কেউ থাকতে পারে তা দেবশ্রী রায় কে না দেখলে বোঝা সম্ভব নয়। এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে তাহলে কি ফের আগের ফর্মে ফিরতে চলেছেন তিনি?

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker