সোশ্যাল মিডিয়া (Social media) বিনোদনের (Entertainment) অন্যতম মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। কোন কোন ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির পরিবেশ সৃষ্টি করে। আবার কোন কোন ভিডিও দেখে মানুষের মনে রাগের উদ্রেক হয়। আবার নাচ গান ইত্যাদি সংক্রান্ত নানারকম ভিডিও ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
শিক্ষক-শিক্ষিকা মানে আমাদের প্রথমে মনে হয় যারা সম্মানীয় ব্যক্তি। শিক্ষক-শিক্ষিকার সঙ্গে হয়তো ছাত্র-ছাত্রীদের অনেকটা দূরত্ব থাকে এমন ধারণাই মাথায় আসে সকলের। কিন্তু সব ক্ষেত্রে যে এমন হয় তা নয়। বর্তমানে অনেক শিক্ষক বা শিক্ষিকা রাই ছাত্র-ছাত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পছন্দ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও থেকে সেটি প্রকাশিত হয়েছে।
সোশ্যাল মিডিয়া সেই ভিডিওতে একজন শিক্ষিকাকে দুই ছাত্রের সঙ্গে নাচতে দেখা গেছে। একটি বড় ক্লাসরুমে ছাত্রছাত্রীরা শিক্ষিকাকে নাচার জন্য অনুরোধ করেছেন তখন এই ক্লাসরুমের মধ্যেই নাচে মেতে উঠেছেন সেই শিক্ষিক। শিক্ষিকার সঙ্গে নাচছিল তার আরও দুজন ছাত্র। তাছাড়া ও ক্লাসরুমের মধ্যে ছিল আরো অসংখ্য ছাত্র। সেই শিক্ষিকার পরনে ছিল কালো ব্লাউজ এবং সাদা শাড়ি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। অনেকেই ভিডিওটির ভীষণ নিন্দা করেছেন। অনেকেই মনে করেছেন একজন শিক্ষিকা হয়ে এভাবে নাচা কখনোই উচিত হয়নি। তবে আবার অনেকেই বলেছেন যে সেই শিক্ষিকাটি ছাত্র-ছাত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন।