তৃতীয়বার যমজ সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর? ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বিগত কয়েক দশকে দাপটের সাথে হিন্দি চলচ্চিত্র জগতে কাজ করে চলেছেন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor) । তিন খানের সাথেই তিনি অভিনয় করেছেন। তাঁর সিনেমাগুলো বক্স অফিসে (Box office) প্রচুর টাকার ব্যবসা করে থাকে। শুধু তাই নয় তাঁর কটা চোখ, সুন্দর মুখশ্রী দর্শকদের মনে দাগ কেটে যায় বারবার। তাঁর বহু সিনেমা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি জনপ্রিয় তারকা অভিনেতা সেওফালি খানকে ( Saif Ali Khan) বিবাহ করেছেন।

করিনা এবং সইফ আলি খানের প্রথম পুত্রসন্তান তৈমুর (Taimur Ali Khan) , দ্বিতীয় পুত্রসন্তান জেহ ওরফে জাহাঙ্গীর আলি খান (Jehangir Ali Khan)। তবে সইফের আরও দুই সন্তান আছে। সইফের করিনার আগে অমৃতা সিং-এর সাথে বিয়ে হয়েছিল। অমৃতা ও সইফের দুই সন্তান। একটি কন্যা আরেকটি পুত্র। কন্যার নাম সারা আলি খান ও পুত্রের নাম ইব্রাহিম। চার সন্তানের মধ্যে সারা সবথেকে বড় হল সারা, যার বয়স ছাব্বিশ বছর। জেহ সবচেয়ে ছোট, যার বয়স এক বছর।

View this post on Instagram

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

তবে আবার নাকি তিনি মা হতে চলেছেন করিনা কাপুর! একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে করিনার বেবি বাম্পের (Baby bump) একটি ভিডিও দেখা গেছে। তাহলে কি নতুন বছরে সইফিনার ঘরে আসতে চলেছে নয়া অতিথি? সকলেই অবাক করিনার মাতৃত্বের খবর শুনে। তবে কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সন্তান!

করিনা একবার মজা করে বলেছিলেন, প্রত্যেক দশকে সইফের একটি করে সন্তান রয়েছে। করিনা বলেছিলেন ২০,৩০,৪০,৫০ প্রত্যেক দশকে সইফের একটি করে সন্তান রয়েছে। তাহলে কি আবার তাঁদের সন্তান আসতে চলেছে? একেবারেই তা নয়। আসলে করিনার পুরনো বেবি বাম্পের একটি ভিডিও ভাইরাল হয়েছে নতুন করে। এই ভিডিওটি নিয়েই গুঞ্জন তৈরি হয়েছে। তবে করিনার মা হওয়ার ঘটনাটি পুরোপুরি মিথ্যা।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker