প্রাকৃতিক পরিবেশের মাঝে ‘ময়না ছলাৎ ছলাৎ’, জনপ্রিয় বাংলা গানে শাড়ি পরে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

এটা একুশ শতক। এই একুশ শতকে দাঁড়িয়ে আমরা অস্বীকার করতে পারি না সামাজিক মাধ্যমের উপকার। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সমস্ত কাজেকর্মে সামাজিক মাধ্যমের অবদান যথেষ্ট। এই সামাজিক মাধ্যম আমাদের অনেক কিছু উপহারও দিয়েছে আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। কিন্তু বিজ্ঞানের ওপর আমাদের নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। এই বিজ্ঞানের একটি বড়ো অবদান হলো স্যোশাল মিডিয়া।

এই স্যোশাল মিডিয়ার (Social Media) মাধ্যমে আমরা দেশ-বিদেশের নানা স্থানের বিভিন্ন ঘটনা জানতে পারি। এইসব ঘটনাগুলো জেনে আমরা সমৃদ্ধ হই। বিভিন্ন দেশের বিভিন্ন খবর থেকে শুরু করে খেলাধুলা,গানবাজনা, ও মনোরঞ্জন আজকাল মানুষের হাতের মুঠোয় এসেছে স্যোশাল মিডিয়ার মাধ্যমে। স্যোশাল মিডিয়া না থাকলে নানা ধরনের খবর বা মনোরঞ্জনের সন্ধান আমরা সহজে পেতাম না।মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হল নাচ। কেউ পেশাগতভাবে নৃত্য পরিবেশন করে আবার কেউ শখে নৃত্য পরিবেশন করে। আর পরিবেশন করে নেট দুনিয়ায় ভাইরাল (Viral) হতে কে না চায়?

এবারে নৃত্য পরিবেশন করে নেট দুনিয়ায় ভাইরাল হল এক সুন্দরী যুবতী। ভিডিওটিতে দেখা গেছে এক যুবতীকে একটি লোকগীতি “ময়না ছলাৎ ছলাৎ চলে রে পিছন পানে চায়”-এর সাথে নাচ করতে দেখা গেছে। যুভতীটির নাম বিশাখা। বিশাখার পরনে রয়েছে লাল রঙের ছাপা শাড়ি ও হলুদ রঙের ব্লাউজ। শাড়ির সাথে মানানসই বিনুনি এবং গয়না পরেছেন তিনি। গ্রামের রাস্তায় প্রকৃতির মাঝে খুব সুন্দর অঙ্গভঙ্গি করে নাচ করেছেন যুবতীটি।

ভিডিওটি নৃত্যশিল্পী বিশাখা বৈদ্য-র বিশাখা অফিসিয়াল (Bishakha Official) নামক একটি ফেসবুক (Facebook) পেজ থেকে পোস্ট করা হয়েছে। বিশাখার নিজস্ব ইউটিউব (Youtube) চ্যানেলও আছে।নেটিজেনরা বিশাখার নাচ উপভোগ করেছেন। তারা কমেন্ট বক্সে বিশাখার নাচের যথেষ্ট প্রশংসা করেছেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker