ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ এখন অতীত! মার্কেট কাঁপাতে এলো ‘পাকা বাদাম’ গান, না শুনলে চরম মিস, ইন্টারনেটে ভাইরাল হয়েছে ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া এখন আর কোনো ব্যাপারই নয়। তার প্রমান হলেন ভুবন বাদ্যকর ।বীরভূমের এক বাদাম বিক্রেতা হলেন তিনি ।তিনি কাচা বাদাম নামক একটি গান গেয়ে গেয়ে বাদাম বিক্রি করতেন। তারপর তার সেই গানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে তিনি হয়ে যান ভীষণ জনপ্রিয়। বিভিন্ন রিয়েলিটি শোতে তার আগমন হয় ।এছাড়াও বিভিন্ন জায়গায় শো করতে যান তিনি। এরপরেই তার অবস্থা একেবারে পাল্টে যায়।

তবে এবারে কাচা বাদাম এর পরিবর্তে এল পাকা বাদাম নামক একটি গান । এই গানটি ভীষন ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই মিউজিক ভিডিওতে যে মেয়েটিকে দেখা গেছে সে উত্তরপ্রদেশের মেয়ে বংশিতা । এই গানটি বানিয়েছেন ফরমানি নাজ। তবে এই গানটার আসল নাম পাকা বাদাম নয় । এই গানটির নাম হল চড়তি জাওয়ানি’। তবে গানটির মধ্যে পাকা বাদাম শব্দটি থাকায় অনেকেই এই গানটির নাম দিয়েছেন পাকা বাদাম।

সব মিলিয়ে পাকা বাদাম শব্দটি থাকায় এই গানের ভিডিওটি ভাইরাল হয়েছে । ইউটিউবে প্রায় 40 লাখ ভিউজ ছাড়িয়ে গেছে ভিডিওটির। এই গান এবং ভিডিওটি পছন্দ করেছেন অনেকেই।এই মিউজিক ভিডিওর মেয়েটিকেও অনেকেই ভীষণ পছন্দ করেছেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker