দীপাবলির আগেই বাম্পার অফার নিয়ে হাজির সরকার! রেশন কার্ড থাকলেই মিলবে ফ্রিতে রান্নার গ্যাস, জেনে নিন বিস্তারিত

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর করা একটি টুইট ভারতবাসীদের মনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তিনি জানিয়েছেন উজ্জ্বলা গ্যাস ব্যবহারকারী প্রতিটি গ্রাহককে প্রতি গ্যাস পিছু 200 টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। তারা এই সুবিধা পাবে বছরে 12 টি সিলিন্ডার এর জন্য। এছাড়াও জানা যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম কমতে চলেছে। এই নতুন দাম আজ মধ্যরাত থেকে চালু হবে।

জানা যাচ্ছে পেট্রোলের দাম 8 টাকা ও ডিজেলের দাম 7 টাকা করে কমাতে চলেছে কেন্দ্র সরকার। অর্থাৎ পেট্রোলের দাম মোট সাড়ে 9 টাকা ও ডিজেলের দাম 8 টাকা কমবে। নির্মলা সীতারমণ আরও জানিয়েছেন কেন্দ্রীয় এক্সাইজ ডিউটি এই মূল্য হ্রাসের কথা ঘোষণা করেছে। কেন্দ্র সরকার অন্যান্য রাজ্যগুলিকেও একইভাবে ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে। উজ্জ্বলা গ্যাসের জন্য বছরে ছয় হাজার এক শত কোটি টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার।

এবার কেন্দ্র সরকারের ডাকে সারা দিয়ে রাজ্যগুলি কতটা কর কমায় বা ভর্তুকি দেয় তার দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। ক্রমাগত বেড়ে চলা মূল্যবৃদ্ধির কারণে প্রাণ ওষ্ঠাগত হয়েছে সাধারণ মানুষের। কেন্দ্র সরকারের এহেন পদক্ষেপ সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে বলে জানাচ্ছেন অর্থনীতিবিদরা। এর ফলে রাজস্বের ওপর 6 হাজার 100 কোটি টাকার প্রভাব পড়তে পারে বলে জানা যাচ্ছে। পেট্রল ও ডিজেলে শুল্ক প্রত্যাহারের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ভালোর জন্য। তিনি আরও বলেন, “আমাদের কাছে মানুষই সবার আগে।”

এবার সিলিন্ডারের দাম 200 টাকা কমতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই দাম সব ক্ষেত্রে কার্যকরী হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে যে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম 182 টাকা হতে চলেছে। কলকাতা শহরে 182 টাকা কমে বাণিজ্যিক গ্যাসের দাম হবে 2140 টাকা। এই দাম 1 লা জুলাই 2022 থেকে লাগু হবে। তবে 14 কেজি রান্নার গ্যাসের দামের কোন পার্থক্য হয়নি। বর্তমানে এই রান্নার গ্যাসের দাম 1029 টাকা।

এবার অন্ত্যোদয় রেশন কার্ড উপভোক্তাদের জন্য নতুন সুবিধা আনতে চলেছে সরকার। উত্তরাখন্ডের মন্ত্রী পুষ্কর ধামী সিং জানিয়েছেন এই কার্ড হোল্ডাররা বছরে 3 টি সিলিন্ডার ফ্রি তে পাবেন। এই উদ্যোগের কারণে সরকারের ওপর আর্থিক চাপ বাড়লেও সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে-

1। উত্তরাখন্ডের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।

2। গ্যাস সংযোগ রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে।

3। অন্ত্যোদয় কার্ড থাকতে হবে।

এই সুবিধা পেতে হলে উপভোক্তাকে নিজের অন্ত্যোদয় কার্ডটিকে লিঙ্ক করাতে হবে। জেলা ভিত্তিক অন্ত্যোদয় উপভোক্তাদের বিবরণ গ্যাস অফিসগুলিতে পাঠানো হয়েছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker