বাড়ির ছাদে সুপারহিট হিন্দি গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া (Social Media) বর্তমানে আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে। আমাদের সামাজিক যোগাযোগের এই মাধ্যমের সঙ্গে আমরা বেশ জড়িয়ে পড়েছি এবং অভ্যস্থ হয়ে পড়েছি। আমরা আমাদের অবসর সময় কাটাতে পছন্দ করি এই সোশ্যাল মিডিয়া (Social media) তেই।

আর এই সোশ্যাল মিডিয়া নামক ওপেন প্লাটফর্ম (open platform) এ বিভিন্ন জন তাদের প্রতিভা কে আমাদের সামনে মেলে ধরেন । তাদের মধ্যে থেকেই আমরা আমাদের পছন্দের বিষয় গুলোকে দেখতে পছন্দ করি। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াতে নৃত্য শিল্পী দের বিভিন্ন ভিডিও আমাদের সামনে চলে আসে , যা দেখে আমরা অভিভূত হয়ে যায়। বর্তমান এ ঠিক তেমনি একটি নাচের ভিডিও আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media) তে, যা আপনার মনকেও নাচিয়ে তুলবেই তুলবে। কে এই যুবতী যে আপনার মনকে নাচিয়ে তুলবে ? যুবতীর নাম মৌমিতা বিশ্বাস । চেনেন নাকি ? নৃত্য শিল্পী মৌমিতা একটি ভিডিও পোস্ট করেন যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ।

মৌমিতা বিশ্বাসের একটি ইউটিউব চ্যানেল (YouTube channel) ও আছে ডান্স স্টার মৌ (Dance Star Mou) নামে । যেখান থেকে তিনি নিয়মিত ভিডিও পোস্ট করেন । বর্তমানে যে ভিডিওটির কথা বলা হচ্ছে তা তার এই চ্যানেল থেকেই পোস্ট করা হয়েছে । ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ৭৭ হাজার দর্শক দেখেছেন এবং ১.৭ হাজার দর্শক পছন্দ করেছেন । ভিডিওটি দর্শকদের মনে রে বিশেষ ছাপ ফেলেছে তা ভিডিওটির কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারা যায় । ভিডিওটির কমেন্ট বক্স একের পর এক দূর্দান্ত কমেন্টে পরিপূর্ণ । কমেন্ট বক্স এ প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।

সঙ্গীত শিল্পী নীতি মোহন এবং আকাশের গাওয়া “অ্যাথে আ” গানের সাথে মৌ নেচেছেন এই ভিডিওটিতে। তিনি পরিধান করেছিলেন রূপোলী জরিপাড় বসানো কমলা রঙের শাড়ী। এবং তারসাথে ছিল মানানসই গহনা এবং হালকা মেকাপ। খোলা চুলে মৌমিতাকে একই সঙ্গে হট এবং মিষ্টি লাগছিল।

মৌমিতার নাচের কোরিওগ্রাফি ও অভিব্যক্তি এক অভূতপূর্ব দৃশ্য রচনা করেছে। যে বাড়ির ছাদে তিনি নেচেছেন সেই বাড়ির ছাদের বেগুনি রঙ এবং তার ডিজাইন শুধু মাত্র মাত্র সুন্দর পরিবেশ রচনা করেনি তা যেন স্বর্গ দৃশ্যে পরিণত হয়ে মৌমিতাকে অপ্সরা তে পরিণত হতে প্রবলভাবে সাহায্য করেছে । সব মিলিয়ে অসাধারণ এই উপস্থাপনা নেটিজেনদের মনকে খুবই অল্প সময়ের মধ্যে উত্তাল করে তুলেছে , যার প্রমাণ তার ভিডিও ( video) যা ইন্টারনেট (internet) এ ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker