৩৪ বছর বয়সেও যৌবন উপছে পড়েছে! ইশার রূপের ঝলক হার মানাবে বলিউড নায়িকাদেরও

টলি পাড়ার এই সময়ের অন্যতম জনপ্রিয় উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন ইশা সাহা।অভিনয় জগতে তার শুরু হয়েছিল এক সিরিয়ালের মধ্য দিয়ে।এরপর থেকে সিনেমায় অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন ইশা।অনির্বাণ রায়চৌধুরী থেকে টলিউডের সুপারস্টার দেব সবার সঙ্গেই ইতিমধ্যেই এক ছবিতে অভিনয় করে ফেলেছেন ইশা।

ইশা সাহা প্রথম থেকেই অবশ্য অভিনয় পেশাতে ছিলেন তা কিন্তু নয়, প্রথম জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী। সেখান থেকেই অভিনয় জগতে আসা লিলুয়ার মেয়ে ইশার। বর্তমানে তিনি অন্যতম লিডিং মোস্ট অভিনেত্রী। সময়ের সাথে তাল মিলিয়ে সিনেমার সঙ্গে সঙ্গে তিনি হাত পাকিয়ে ফেলেছেন ওয়েব সিরিজেও। হইচই এর ওয়েব সিরিজ ইন্দু এবং চরিত্রহীন তিন সিরিজে দেখা গিয়েছে ইশাকে। হইচই নাইট উদযাপন করতেই দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে দেখা গেল অভিনেত্রী ইশা সাহাকে।

সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন হইচই নাইট ইট ওয়াজ। ছবিতে দেখা যাচ্ছে সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে এনজয় করেছেন ইশা। ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীর পড়নে রয়েছে একটি সাদা কালো ডোরাকাটা টপের সঙ্গে থাই স্লিভ গাউন। ছবিগুলিতে নানান রকম মুডে দেখা গিয়েছে অভিনেত্রীকে কখনো তিনি আনমনে অন্য দিকে তাকিয়ে আছেন আবার কখনো তিনি সোজা ক্যামেরার দিকে ফোকাস করেছেন।

ইতিমধ্যে হইচই এর দু দুটো সিরিজে অভিনয় করে তিনি মানুষের মন জয় করেছেন। তার মধ্যে ইন্দু পার্ট থ্রি আসা এখনো বাকি রয়েছে। সেখানে একজন ঘরোয়া গোয়েন্দা ইসা। আবার অন্যদিকে চরিত্রহীন সিরিজে তার বিপরীতে ছিলেন অভিনেতা সৌরভ চ্যাটার্জী। খলনায়িকা হিসেবে ছিলেন পায়েল সরকার। এই ওয়েব সিরিজেও তার অভিনয় ছিল দুর্ধর্ষ। হইচই এর পার্টিতে ইশার এই রূপ দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।কমেন্ট বক্সে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker