গ্রাম্য পরিবেশে ঐশ্বর্য রাইয়ের গানে মন-মাতানো নাচ দুই সুন্দরী কন্যার, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

তারা গুরু (Guru) সিনেমার “বরসোরে মেঘা মেঘা” গানের সাথে নাচ করেছেন। দারুণ নাচের স্টাইলে দর্শকদের মন কেড়ে নিয়েছেন তারা।

নেট দুনিয়া মানুষজনকে প্রতিভা বিকাশের মাধ্যম তৈরি করে দিয়েছে। গান, নাচ, আবৃত্তি,নাটক প্রভৃতি বিভিন্ন রকম শিল্পের সাথে যুক্ত বহু মানুষ এই নেট দুনিয়ার মাধ্যমেই জনপ্রিয় হয়েছেন। বহু দরিদ্র পরিবারের লোকজন যারা অর্থের অভাবে প্রতিভার বিকাশ সাধন করতে পারে না,তারাও অনেকে উপকৃত হয়েছেন।

নৃত্য একটি জনপ্রিয় শিল্প। যারা যারা এই শিল্পকলার সাথে যুক্ত তারা কমবেশি সবাই স্যোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আর বহু ডান্স অ্যাকাডেমিও স্যোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। কেউ কেউ ব্যাক্তিগত উদ্দ্যোগে নাচ করেও ভীষণ ভাইরাল হয়ে থাকে।

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে দুজন যুবতী নাচ করছেন। পরনে তাদের স্কার্ট। তারা গুরু (Guru) সিনেমার “বরসোরে মেঘা মেঘা” গানের সাথে নাচ করেছেন। দারুণ নাচের স্টাইলে দর্শকদের মন কেড়ে নিয়েছেন তারা। সবচেয়ে বড় কথা, আসল গানটিতে ঐশ্বর্য রাই যেমন উল্লেখ্য গানটিতে নাচের মধ্যে একটি গ্রাম্য প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন,তেমনই এই দুই সুন্দরীও প্রকৃতির মাঝে প্রকৃতিকে উপভোগ করতে করতে নাচটি করেছে।

এই ভিডিওতে যে দুজন যুবতীকে দেখা যাচ্ছে, তাদের নাম দেবলীনা (Debolinaa)ও প্রীতি(priti)। এই দুই নৃত্যশিল্পীর নাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। Debolinaa Nandy production নামক ইউটিউব চ‍্যানেল থেকে এই নাচের ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি একবছর আগের। 64 হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি, তাহলেই আপনিই বা বাকি থাকেন কেন? দেখে নিন এই দূর্দান্ত নাচের ভিডিওটি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker