এবারের পুজো যেন শোভন- বৈশাখীময়। কলকাতার প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) এবং তার বান্ধবী তথা প্রেমিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) এখন জমিয়ে প্রেম করেছেন। পুজোর আগে থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের প্রেমের নানান রঙীন মুহূর্ত দেখা গিয়েছিল। এমনকি পুজোতে তারা চুটিয়ে ফটোশুট করেছেন। আবার একই সাথে নাচ-গান, আনন্দ, আড্ডায় মেতে উঠেছেন দুজনে। আর সেইসব ফ্রেমবন্দি মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এটাই প্রথমবার নয়, আগেরবার পুজোতেও তাঁরা দু’জন পুজোতে জমিয়ে আনন্দ করেছিলেন। গতবছর তো দশমীর দিন শোভনদেব চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতে সিঁদুর পরিয়ে দেন।
এবার পুজোতে মহাষষ্ঠীর দিন এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে (Interview) জানালেন শোভন – বৈশাখী কে বেশি রোমান্টিক? জানা গেল অনেক অজানা কথা। এই সাক্ষাৎকারের শুরুতেই বৈশাখী অকপটে স্বীকার করে নেন যে, শোভনকে পেয়েছেন বলে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। বলেন “আমি ভাগ্যবান,শোভন আমার”। এমনকি জানান, “আমাকে আমারই এক পরিচিত একদিন ফোন করে বলছেন, তাঁর মহিলা কলিগরা এখন একটাই কথা বলে, ‘আমাদের জীবনে একটা শোভন নেই কেন’? আমি বললাম, ভগবান যদি একজন শোভন তৈরি করেন, তা হলে সেটা আমার।”
এমনকি বৈশাখী জানান তাঁদের প্রথম পুজোর কথা। তিনি জানান, “শোভনদের একটা খাদ্যমেলা হতো পুজোয়। পুজোর আগে আমাদের অফিসে এসেছে একদিন। আমি ওকে বললাম, পুজো তো শুরু হয়ে গেছে। আপনি আমি দু’জনই ব্যস্ত হয়ে যাব, ক’দিন দেখা হবে না। ও বলল, তুমি কী করছ সন্ধ্যাবেলায়? আমি মেয়েকে নিয়ে বেরোই। জিজ্ঞাসা করল ষষ্ঠীর দুপুরে কী প্ল্যান? আমি বললাম, বাড়িতেই থাকি। ষষ্ঠীর সকালে হঠাৎ বলছে, ১২টার মধ্যে রেডি হয়ে যেও। সেই খাদ্যমেলায় নিয়ে গিয়ে যত মিষ্টির দোকান সেখান থেকে নিজেও খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে”।
এই কথা চলছে। হঠাৎ সাক্ষাৎকার যিনি নিচ্ছেন তিনি বৈশাখীকে প্রশ্ন করেন, শোভন চট্টোপাধ্যায় কতটা রোমান্টিক? উত্তর দিতে গিয়ে তিনি জানান,“নম্বর দিতে হলে নেগেটিভে চলে যাবে।” তিনি উদাহরণ হিসেবে বলেন, “আমি খুব সুন্দর সেজে এসেছি, সকলে কমপ্লিমেন্ট দিচ্ছে, ও অনেকক্ষণ তাকিয়ে থাকলেই আমার মনে হয় কোনও ভাল রিমার্কস আসবে না। তারপরই বলবে, টিপটা বাঁকা, শাড়ির ভাজে দাগ। কারও চোখে পড়বে না, শোভনের চোখে ঠিক পড়বে। তবে রোম্যান্সটাকে যদি জীবনের একটা গভীর জায়গা থেকে দেখো সেটার শাশ্বত রূপের প্রতিমূর্তি শোভন”।
এমনকি শোভন চট্টোপাধ্যায় তাঁদের ব্যক্তিগত চ্যাট তুলে ধরেন সকলের সামনে। বলেন বৈশাখীর যদি শোভন বাবুকে ‘মেড ফর ইচ আদার’ লিখত। তিনি লিখতেন ‘ম্যাড ফর ইচ আদার’। এটাই হচ্ছে তাঁদের দু’জনের রসায়ন। শোভনবাবু জানান, তাঁদের দু’জনের একে অপরের প্রতি যেমন ভালবাসাও যেমন আছে, তেমন উন্মাদনাও আছে। সময় অনেক অনেক কিছু ফিকে করে দিলেও তাঁদের ক্ষেত্রে গাঢ় হয়েছে। এইভাবেই দুজনের মনের কথা দুজনেই ভাগ করে নিয়েছেন সাক্ষাৎকারে।