যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) টলিউড তাঁকে চেনে অভিনেতা হিসেবে, প্রযোজক হিসেবে। বর্তমানের অন্যতম চাহিদাসম্পন্ন একজন জনপ্রিয় তারকা হলেন যিশু সেনগুপ্ত। বাংলা, হিন্দি সিনেমাতে সমান দক্ষতায় কাজ করেছেন তিনি।এমনকি বর্তমানে তাঁকে দক্ষিণের সিনেমাতে পর্যন্ত দেখা যাবে। বয়স ৫০ পেরোলেও, তিনি এভারগ্রিন। তাঁর হ্যান্ডসাম লুক, হাসি, সাবলীল অভিনয় মন কেড়েছে দর্শকদের। তিনি বহু নামকরা ডিরেক্টরদের কাজে কাজ করেছেন টলিউডে, বলিউডে।
প্রথম তাঁর ক্যারিয়ারের শুরু হয়েছিল চৈতন্য মহাপ্রভু নামক ধারাবাহিক দিয়ে। ধারাবাহিকটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল সেইসময় ।কিন্তু পরবর্তীতে সিনেমা জগতে আসেন। প্রথমদিকে খুব বেশি নাম করতে পারলেও পরবর্তীতে জনপ্রিয় হন। এমনকি ঋতুপর্ণ সেনগুপ্তের সাথে একাধিক ছবিতে কাজ করে নিজের কেরিয়ারের উচ্চতম স্থানে পৌঁছান। যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta) ।
দুজনের দুই মেয়ে। ২০০৫ সালে সারা সেনগুপ্তর (Sara Sengupta) জন্ম হয়। সারা’র আরেকটি বোনও রয়েছে, যার নাম জারা সেনগুপ্ত (Zara Sengupta) । জারা যীশু এবং নীলাঞ্জনার ছোট মেয়ের। সারা সেনগুপ্ত বাবা এবং মায়ের মতোই অভিনয়ে যে দক্ষ তার প্রমাণ মিলেছিল উমা ছবিটিতে। সৃজিত মুখার্জি পরিচালিত উমা ছবিতে মাত্র ১৩ বছর বয়সে সারা যে অভিনয় দক্ষতা দেখিয়েছিল, তা প্রশংসার দাবি রাখে।
বর্তমানে তার বয়স ১৭ বছর। এইটুকু বয়স থেকেই সে একাধিক বিষয় সামলাচ্ছে। পড়াশোনাতে সে খুব ভালো। এমনকি স্পোর্টসেও বেশ নাম করেছেন। অভিনয় তো রয়েছেই। আবার সোশ্যাল সার্ভিসের সাথেও যুক্ত সারা। এমনকি ছোট বয়স থেকেই ব্যালে শিখত সারা। এরপর ভরতনাট্যম, স্কেটিং, টেনিস সবই শিখেছে সে। এমনকি সারা বিভিন্ন স্যোশাল ওয়ার্কের সাথেও যুক্ত। তিনি বিভিন্ন পথ পশুদের নিয়ে কাজ করছেন। অভুক্ত পথের সারমেয়দের খেতে দেওয়া, সারমেয়দের সুস্থ করে তোলা প্রভৃতি কাজকর্মের সাথে যুক্ত তিনি। এককথায় সারা পড়াশোনা , নাচ, অভিনয়, স্পোর্টস, স্যোশাল ওয়ার্ক সমস্ত কিছু সামলাতে শিখে গেছে অল্প বয়সেই।