‘আর কত রাত একা থাকবো’, অসাধারন নাচ-গানে মঞ্চ মাতালেন দেবশ্রী রায়, তুমুল ভাইরাল ভিডিও

আশির দশকে দেবশ্রী রায় (Debashree Roy) অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। বহু প্রখ্যাত পরিচালকের সাথে কাজ করেছেন। মিঠুন চক্রবর্তী, তাপস পালের মতো জনপ্রিয় অভিনেতার সাথে তার সিনেমাগুলো প্রচুর টাকার ব্যবসা করেছিল সেইসময়। তাঁর সিনেমায় একটি গান ছিল “আমি কলকাতার রসগোল্লা”। এই গানটি লোকজনের মুখে মুখে ছড়িয়ে পরে। পতীব্রতা স্ত্রী থেকে শুরু করে আদর্শ মা, প্রেমিকা সমস্ত চরিত্রেই দেবশ্রী রায় অভিনয় করেছেন। তবে তিনি রাজনৈতিক জীবনে পদার্পন করার পর আর সিনেমা করেননি। 2017 সালের পর তাকে বহুদিন কোনো সিনেমায় দেখা যায়নি।

বহুদিন পর এখন তাঁকে দেখা গেছিল টেলিভিশনের পর্দায়। তবে সিনেমায় নয়, তাঁকে দেখা গেছিল ছোট পর্দায়। জি বাংলায় ‘সর্বজয়া’ ধারাবাহিকে গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল দেবশ্রী রায়কে। স্নেহাশীষ চক্রবর্তী ছিলেন এই ধারাবাহিকের প্রযোজক। এবারে ভাইরাল হল তাঁর একটি গান এবং নাচের মুহূর্ত। একটি অনুষ্ঠানের কিছু মুহূর্তে দেবশ্রী রায়ের পারফরম্যান্স ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে একটি অনুষ্ঠানে মঞ্চে গান করছেন অভিনেত্রী দেবশ্রী। তিনি গাইছেন “আর কতো রাত একা থাকবো” (Ar-koto-rat-ekha-thakbo)। আর তাঁর এই গান শুনে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এই ভিডিওটি দেখে সমালোচনাও করেছেন কেউ কেউ। তবে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker