স্বপ্নপূরণের একটি মঞ্চের নাম ‛ইন্ডিয়ান আইডল’। যারা সঙ্গীত নিয়ে স্বপ্ন পূরণ করতে চায়, যারা চায় সঙ্গীত দ্বারা তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। কিংবা সঙ্গীত শিল্পী হওয়া যাদের কাছে স্বপ্ন, যারা সংগীতকে জীবনের মূলমন্ত্র বানিয়ে এগিয়ে যেতে চান তাদের লক্ষ্যের দিকে আর স্বপ্নের দিকে, তাদের জন্য হিন্দির অন্যতম জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ‛ইন্ডিয়ান আইডল’ হল স্বপ্নপূরণের মঞ্চ। ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা আসেন এই মঞ্চে। এই মঞ্চই তাদের একদিন পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। এই মঞ্চ থেকেই বহু সঙ্গীতশিল্পী জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন।
এবারের ‛ইন্ডিয়ান আইডল’ -এর নতুন সিজন শুরু হয়েছে গত ১৩ ই সেপ্টেম্বর। প্রতি বছরের মতো এবারের এই শো-তে বিভিন্ন প্রতিভাবান শিল্পীরা এসেছেন। এই শো-এর বিভিন্ন ভিডিও ছড়িয়ে পরছে চারিদিকে। তেমনই এবারে বাংলার গায়িকা তথা প্রতিযোগী অনুষ্কা পাত্রের (Anushka Patra) একটি গান ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। কিশোর কুমারের গান গেয়ে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। যদিও অনুষ্কা এর আগে থেকেই জনপ্রিয় সারেগামাপা-এর জন্য। এবারে তিনি ‛ইন্ডিয়ান আইডল সিজন ১৩’ মঞ্চ মাতাতে গেছেন।
সম্প্রতি ‛ইন্ডিয়ান আইডল সিজন ১৩’ মঞ্চে কিশোর কুমারকে (Kishore Kumar) শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya), নেহা কক্কর (Neha Kakkar), বিশাল দাদলানি (Vishal Dadlani) ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার (Amit Kumar)। এই অমিত কুমারের সামনে ‛Namak Halaal’ সিনেমার ‘কা পাগ ঘুংরু’ (Ke Pag Ghunghroo) গানটি পরিবেশন করলেন অনুষ্কা। এইদিন অনুষ্কার গান শুনে মুগ্ধ হন সমস্ত বিচারকরা। এইদিন পাগড়ি পরে পাঞ্জাবি লুকে একেবারে ভিন্ন ধরনের সেজে কিশোর কুমারের গান গেয়ে অনুষ্কা মুগ্ধ করেছেন দর্শক সহ সমস্ত শ্রোতাদের। তার গান শুনে বিশেষভাবে মুগ্ধ হয়েছেন কিশোর পুত্র অমিত কুমার।