Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পাশে থাকাটা নৈতিক কর্তব্য: শতাব্দী রায়





তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কে বর্তমানে সকলেই চেনেন ।নিজের বিভিন্ন ধরনের মন্তব্যের জন্য সবসময়ই লাইমলাইটে থাকতেন তিনি। এরপর গরু পাচার কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই কারণে বর্তমানে তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল ।তবে অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি ছিলেন তিনি। এরপর গত 11 আগস্ট তাকে গ্রেফতার করা হয় ।বর্তমানে তিনি সংশোধনাগারে রয়েছেন তার মতে এখনো তার মধ্যে কিছু শারীরিক অসুস্থতা রয়েছে।








অপরদিকে তৃণমূলের আর এক নেত্রী হলেন শতাব্দী রায়। তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী । তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম ।একসময় তার ফ্যান ফলওয়ার্স সংখ্যা ছিল প্রচুর। তবে এবারে তিনি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন। তিনি বললেন সেটি নাকি নৈতিক কর্তব্য ।








অনেকেই মনে করেছেন যে হয়তো গরু পাতার কান্ডে শতাব্দি রায়ের ও কিছু হাত রয়েছে। এমনিতেই অনেকে বলছিলেন যে শুধু অনুব্রত মণ্ডলের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তৃণমূলের আরো অনেক সদস্যরা এর মধ্যে জড়িত । এবারে শতাব্দী রায় এর দিকে সন্দেহের আঙুল উঠেছে।








তার মতে অনুব্রত মণ্ডলের যখন অসুবিধা হয়েছে তখন তার পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য ।তারা অকৃতজ্ঞ নয় এবং তিনি এটাও বলেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা দেখেন ফলে পার্থ চট্টোপাধ্যায় কি করছে সেটা তাদের দেখার কাজ নয় ।