একহাতে, একসাথে ১৫ জন মনীষীর ছবি এঁকে ওয়ার্ল্ড রেকর্ড এই তরুণীর, ভিডিও দেখে তাজ্জব আনন্দ মাহিন্দ্রাও

দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা প্রায়শই টুইটারে বিভিন্ন রকম গল্প নিয়ে হাজির হন। সম্প্রতি আবারো এক অদ্ভুত ধরনের গল্প নিয়ে হাজির হয়েছেন তিনি। এই ভিডিওটি দেখে তিনি এতটাই ইন্সপায়ার হয়ে গিয়েছেন যে সকলের সঙ্গে তিনি সেটা ভাগ করে নিতে প্রস্তুত হয়ে উঠেছেন। ভিডিওটি একটি মেয়ের ভিডিও। মেয়েটির নাম নুরজাহান। মেয়েটি উত্তর প্রদেশের বাদাউন জেলার নাগলা গ্রামের বাসিন্দা। তবে সে কোনো সাধারণ মেয়ে নয়।

এক বিরল প্রতিভার অধিকারিনী হলেন নূর জাহান। সম্প্রতি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও উঠে গেছে তার নাম। আর নূর জাহানের এই দক্ষতা দেখেই মুগ্ধ হয়েছেন খোদ আনন্দ মাহিন্দ্রাও। নূর জাহান দারুন সব পেইন্টিং করে। আর সম্প্রতি একসাথে, এক হাতে ১৫ জনের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি যে, তিনি একসাথে ১৫ জনের ছবি আঁকতে পারেন। বস্তুত এরকম ছবি যে আঁকতে পারে সে যে খুবই প্রতিভাবান সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

তাই মেয়েটির এইরকম ছবি আঁকা দেখে অবাক হয়েছেন আনন্দ মাহিন্দ্রা। সেই সাথে তিনি এমন প্রতিভাবান মানুষকে আর্থিকভাবে সাহায্য করার ও প্রতিশ্রুতি দিয়েছেন। মেয়েটির এইরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখে লাইক করেছেন এবং কমেন্ট বক্সে মেয়েটির এইরকম প্রতিভার প্রশংসা করেছেন। আপনিও চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker