প্রাচীন কাল থেকেই মানুষ জ্যোতিষ শাস্ত্রের ওপর ভীষণভাবে আস্থাশীল। যে কোনো কাজের শুভারম্ভ থেকে শুরু করে অন্নপ্রাশন, বিয়ে, উপনয়নের মতো শুভ কাজও জ্যোতিষ শাস্ত্র মেনেই সম্পন্ন হয়ে থাকে। এমনকি শিক্ষা,অর্থ প্রভৃতি বিষয়ও জ্যোতিষ শাস্ত্র মেনেই হয়।
এই জ্যোতিষ শাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক হলো রাশিফল গননা। বৈদিক জ্যোতিষে মোট ১২টি রাশি, যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
প্রত্যকটি রাশির নিজস্ব গুন বা দোষ রয়েছে, যেগুলোকে কখনোই অপরিবর্তনীয় বলা চলে না। বছর, মাস, সপ্তাহ এমনকি দিনে দিনেও এইসব রাশির গুনাবলীর পরিবর্তন পরিলক্ষিত হয়।
তাই কোন রাশির জন্য কোন দিন শুভ বা অশুভ তা আগে থেকে জেনে রাখলে অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। আবার কোন রাশির জন্য কোন দিনটি শুভ, সে সম্পর্কেও অবগত হওয়া যায়। তাই প্রাত্যহিক রাশিফল জেনে রাখা একান্ত কর্তব্য। তাহলে জেনে নিন আপনার রাশিফল-
মেষ রাশিফল (Aries Horoscope)– আজ আপনার জন্য শুভ দিন। দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারবেন আজ। কোনো রকম সহায়তা ছাড়াই আজ অর্থ উপার্জন করতে পারবেন। পারিবারিক সমর্থন পাবেন। প্রতিকার- বড়োদাদার পা ছুঁয়ে প্রণাম করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope)– আজ আপনার দীর্ঘস্থায়ী লগ্নির বিষয়টি এড়িয়ে চলা উচিত। বন্ধুদের সাথে সুন্দর মুহূর্ত কাটান আজ। আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে আনন্দ দেবে আজ। প্রতিকার- সাধুসন্তদের দান করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope)– অসুস্থতা নিয়ে বেশি ভাববেন না। বেশি ভাবলে দুশ্চিন্তা বাড়বে, ফলে আরোও অসুস্থ হয়ে পরবেন। বৈবাহিক জীবনে আজ কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। প্রতিকার- লাল রঙের গ্লাসে জল ভরে সেটি রোদে রেখে ,তারপর সেটি পান করলে আপনার উপকার হবে।
কর্কট রাশিফল (Cancer Horoscope)– আজ আপনার কোনো বন্ধু আপনাকে ঋণ দিতে বলতে পারে। সেটি দিলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন। আজ নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, সেই সময় স্বাস্থ্যের বিষয়ে কাজে লাগান।প্রতিকার- সূর্য চালিশা পাঠ করুন ও সূর্য প্রণাম করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope)– বন্ধুরা আজ আপনাকে এমন কারুর সাথে আলাপ করাবে, যিনি আপনার চিন্তায় লক্ষনীয় প্রভাব ফেলবে। আপনার স্ত্রী আপনার জন্য নতুন কোনো উপহার কিনতে পারেন। প্রতিকার- বৃদ্ধ ব্রাহ্মণদের সাথে নিজের খাবার ভাগ করে খান।
কন্যা রাশিফল (Virgo Horoscope)– বেশি রাত জাগবেন না। কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম করে নিন। বাস্তবিকতার সাথে মানিয়ে নিতে গিয়ে আপনি আপনি আপনার প্রিয়জনকে ভুলে যাবেন। প্রতিকার- কাউকে ব্রোঞ্জ দান করলে বুধের সু-প্রভাব বৃদ্ধি পাবে।
তুলা রাশিফল (Libra Horoscope)– আপনার ভালো ব্যবহার আজ আপনার জীবনে খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার স্ত্রী ও বাচ্চা আপনাকে অতিরিক্ত ভালোবাসবে আজ। আজ আপনি ঘরে আসার পর পছন্দ মতো কাজ করতে পারবেন।প্রতিকার– নোংরা আবর্জনা জমাকরা ও স্তুপীকরণের কাজ বন্ধ করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)– বন্ধুদের সাথে সুন্দর সন্ধ্যা কাটবে আপনার। নিজের যত্ন নেওয়া উচিত বেশি করে। পরিবারের বিশেষ কোনো গোপন খবর আপনাকে অবাক করে তুলবে। প্রতিকার- কপালে সাদা চন্দনের তিলক পরুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope)– সীমাহীন শক্তির অধিকারীনি হবেন আজ। তাই কাজের ক্ষেত্রে নতুন উদ্দ্যোগ গ্রহণ করতে পারবেন। মানসিক শান্তি অনুভব করবেন আজ। প্রতিকার- পুরনো কাপড়, খবরের কাগজ বাড়ি থেকে ফেলে দিন।
মকর রাশিফল (Capricorn Horoscope)– দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আজ। স্বার্থপর, বদরাগী ব্যক্তিদের এড়িয়ে চলুন। আপনার অর্ধাঙ্গিনী আজ প্রচুর ব্যয় করবেন। প্রতিকার-চাল, দুধ, জল মিশিয়ে একসাথে সেটি চাঁদের অর্ঘ্য হিসেবে নিবেদন করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)– আজ আপনার যথেষ্ট বিশ্রাম নেওয়া উচিত। নিজের প্রকৃত সম্ভবনাকে উপলব্ধি করুন আজ। আজ আপনি সঙ্গিনীর ছোট ছোট চাহিদার দ্বারা কষ্ট পেতে পারেন। প্রতিকার–আগের দিন রাতে এক বাটি ভর্তি দুধ, জল এবং চিনি মিশিয়ে আপনার পাশে রাখুন সারা রাত। পরদিন সকালে সেটি বাড়ির সামনের কোনো গাছের শিকড়ে ঢালুন।
মীন রাশিফল (Pisces Horoscope)– অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বাকবিতন্ডায় যাবেন না। ছোটদের নিজেদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হওয়া উচিত। বিবাহের জন্য গৃহীত শপথ গুলো সত্যি মনে হবে আজ। প্রতিকার- ধর্মীয় স্থানে সাদা বা কালো রঙের কম্বল দান করুন।