গত মঙ্গলবার ব্রেন স্টোক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁর অবস্থা আশঙ্কাজনক। যিনি দুবার ক্যান্সারের সাথে লড়াই করেছেন। আবার সমস্ত লড়াইয়ে জিতে ফিরেও এসেছেন। তিনি আবারও ফিরবেন নিজের ছন্দে, এমনটাই আশা তাঁর পরিবার সহ সমস্ত দর্শকদের। মাত্র ২৪ বছর বয়সী অভিনেত্রী ঐন্দ্রিলা যাতে আবার সুস্থ হয়ে উঠেন, এমনটাই চাইছেন সকলে। আসলে ক্যান্সারের মতো মারণ রোগকে যিনি জয় করে কাজে ফিরেছিলেন, পুনরায় তাঁর অসুস্থতা যেন মেনে নিতে পারছেন না কেউই।
মঙ্গলবার রাতে স্ট্রোক হওয়ার পরে ঐন্দ্রিলা শর্মাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এখনও তিনি কোমায় রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছে। ডাক্তাররা জানিয়েছেন, অভিনেত্রীর শরীরের এক দিক এখনও অসাড়। বাঁ হাত এবং চোখ নড়ছে।
ঐন্দ্রিলা শর্মা ক্যান্সার জয়ের পরে নিজের ছন্দে ফিরেছিলেন ।দাদাগিরি মঞ্চে এসেছিলেন। জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও ঐন্দ্রিলার একটি ওয়েব সিরিজের জন্য গোয়া যাওয়ার কথা ছিল। তবে অসুস্থতা তাঁকে কাবু করে দিল। তাঁর জ্ঞান আসার জন্য ডাক্তাররা ৪৮ ঘন্টা সময় চেয়েছেন। বর্তমানে তাঁর সাথে রয়েছে তাঁর পরিবার এবং তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী।
ঐন্দ্রিলার বাবা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কথা বলতে ভাল লাগছে না। সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। আমার বিশ্বাস, মেয়ে আবারও ফিরে আসবে।’’ ঐন্দ্রিলার পাশে শুধু তাঁর মা বাবা নন, বহরমপুরের তাঁর বাড়ির সামনে বহু মানুষ অপেক্ষা করছেন ঐন্দ্রিলার বাড়ি ফেরার। তাঁর সমস্ত অনুগামীরা প্রার্থনা করছে যাতে সমস্ত অসুখের প্রতিরোধ করে আবার সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা ‘জিয়নকাঠি’-র স্পর্শে।