ভারতের অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক হলো রিলায়েন্স জিও (Jio)।ভারতের প্রথম টেলিকম সংস্থা হিসেবে বাজারে প্রথম 4G নিয়ে আসে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। প্রথম থেকে থেকে থেকে জিও-এর তরফে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। আর এই অফারের কারণেই জিও অন্যসব নেটওয়ার্ককের থেকে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে রয়েছে। জিও-এর অফার কেউই হাতছাড়া করতে চান না।
তবে শুধু 4G নয়, এই টেলিকম সংস্থা 5G লঞ্চ করে দিয়েছে। কিন্তু একইসাথে প্রতিযোগিতায় এবার নামতে চলেছে আদানি গোষ্ঠী। এবারে Adani Data Networks সমগ্র ভারতে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার ছাড়পত্র পেল। কেন্দ্রের তরফে তরফে সারা দেশে টেলিকম নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, এই সংস্থা 5G স্পেকট্রাম নিলামে ২১২ কোটি টাকা খরচ করে 400 MHz স্পেকট্রাম কিনেছে। তবে এই সংস্থা আনুষ্ঠানিকভাবে কবে টেলিকম পরিষেবায় নিজেদের নিযুক্ত করবে, তা অজানা।
বিগত কয়েকবারে আদানি গোষ্ঠীর ব্যবসায়ীক সাফল্য চরমে। ফলতঃ গৌতম আদানীর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ভীষণভাবে। এমনকি তাঁর ইনকাম বিশ্বের সবচেয়ে বিত্তবান এলন মাস্ককেও প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন। ফলে টেলিকম ব্যবসায় আদানিদের সাফল্য নিয়ে আশাবাদী সকলেই।
বর্তমানে ভারতের মোট পাঁচটি শহরে 5G পরিষেবা চালু হয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বারাণসী, শিলিগুড়ি, কলকাতা এই শহরগুলিতে 5G পরিষেবা চালু হয়েছে।। এর মধ্যে Jio দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং কলকাতায় 5G পরিষেবা চালু করেছে এবং Airtel করেছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বারাণসী, শিলিগুড়িতে 5G পরিষেবা চালু করেছে।