টাটা গ্রুপ থেকে আদানি, জানুন ভারতের কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি রয়েছে ঋণ

একটি ব্যবসাকে সফলভাবে চালনা করা খুবই কঠিন কাজ। কারণ ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মূলধন ও ধৈর্যের প্রয়োজন হয়। ব্যবসা শুরুর প্রথম দিকে বেশিরভাগ ব্যবসায়ীই লোন নিয়ে থাকেন। কেবলমাত্র নতুন ব্যবসায়ীরাই নয় বহু বড় বড় শিল্পপতিরা হামেশাই লোন নিয়ে থাকেন। যেমন- টাটা, আম্বানি, বিড়লা, আদানি ইত্যাদি। আজ আমরা এই বড় বড় শিল্পপতিদের বিশাল লোনের বোঝা সম্পর্কে বলতে এসেছি আপনাদের।

2022 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের 5 জন ধনী ব্যবসায়ীর মাথায় সবচেয়ে বেশি লোনের বোঝা রয়েছে। তবে লোনের বোঝা থাকার মানে এই নয় যে তাদের ব্যবসায় ঘাটতি চলছে, তারা নিজেদের প্রয়োজনে লোন নিয়েছেন।

Bg Copy18, , টাটা গ্রুপ থেকে আদানি, জানুন ভারতের কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি রয়েছে ঋণ

1. আম্বানি গ্রুপস :-
2022 সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী আম্বানি গ্রুপের 2.66 লাখ কোটি টাকা ঋণ রয়েছে।

Bg Copy19, , টাটা গ্রুপ থেকে আদানি, জানুন ভারতের কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি রয়েছে ঋণ

2. টাটা গ্রুপ :-
2022 সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী টাটা গ্রুপের 3.9 লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে।

Bg Copy20, , টাটা গ্রুপ থেকে আদানি, জানুন ভারতের কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি রয়েছে ঋণ

3. আদিত্য বিড়লা গ্রুপ :-
2022 সালের মার্চ মাসে রিপোর্ট অনুযায়ী আদিত্য বিড়লা গ্রুপ এর 2.99 লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে।

Bg Copy22, , টাটা গ্রুপ থেকে আদানি, জানুন ভারতের কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি রয়েছে ঋণ

4. আদানি গ্রুপ :-
2022 সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী আদানি গ্রুপের ঋণের বোঝা ছিল 2.8 কোটি টাকা।

Bg Copy21, , টাটা গ্রুপ থেকে আদানি, জানুন ভারতের কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি রয়েছে ঋণ

5. মাহিন্দ্রা গ্রুপ :-
2022 সালের মার্চ মাসে রিপোর্ট অনুযায়ী এই কোম্পানির ঋণের বোঝা 75 হাজার কোটি টাকা।