সাফল্যের সিঁড়িতে আরেক ধাপ, এবার দুবাইয়ে শাড়ির ব্যবসা শুরু করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি!

বাংলার দিদিরা ‘দিদি নম্বর ওয়ান’ দেখেন তো? তবে এখন শুধু দিদিরা নয়, দাদারাও দেখেন এই শো। প্রচুর উপহার, হৈ হুল্লোড়, গান, নাচে জমজমাট থাকে এই রিয়েলিটি শো-এর প্রতিটি এপিসোড। তার সাথে সাথেই এই শো-এ দিদিরা এসে শোনান তাদের লড়াইয়ের গল্প। তাই এই শো-এর জয়জয়কার এখন শুধু বাংলা নয়, সারা ভারতে। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মহিলাদের লড়াইয়ের গল্প বলার জন্য তৈরি করা হয় এই মঞ্চ। সাথে থাকে মজার খেলা আর উপহার রাশি রাশি। আড্ডা, মজা সবেতেই জমজমাট থাকে দিদি নম্বর ওয়ানের মঞ্চ। এই শো-এর হোস্ট হলেন রচনা ব্যানার্জী (Rachana Banerjees)। তিনি শুধু এই শো-এর হোস্ট নন, তিনি এই শো-এর প্রাণও বলা চলে। তাঁকে ছাড়া এই শো যে “ফনি হারা মনি”।

View this post on Instagram

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী। বাংলা ফিল্ম জগতে একটা সময়ে তিনি দাপিয়ে অভিনয় করেছিলেন। প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে তিনি জুটি বেঁধে বহু হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। হিন্দিতে অমিতাভ বচ্চনের সাথে সুরিয়াবংশম সিনেমা করেন তিনি। এছাড়াও পরবর্তীতে দেবের সাথে অগ্নিসপথ সিনেমা করেছেন। আবার রামধনুর মতো ভিন্ন ধরনের সিনেমা করেন তিনি। তাঁর হাসি এবং সারল্য মন ছুঁয়ে যায় সকল দর্শকদের।

View this post on Instagram

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

তবে তিনি শুধু অভিনেত্রী নন, তাই বিভিন্ন রূপে আমরা রচনা ব্যানার্জীকে চিনেছি বিভিন্ন সময়। বলতে গেলে তিনি সবদিক থেকেই স্ট্রং উইমেন। তিনি একজন ব্যবসায়ীও বটে। তিনি ‘রচনা’স ক্রিয়েশন’-এর কর্ণধার। এই ‘রচনা’স ক্রিয়েশন’-এর মাধ্যমে তিনি লাইভে এসে তাঁর ব্র্যান্ডের বিভিন্ন শাড়ি দেখান তিনি সকলকে। ‘রচনা’স ক্রিয়েশন’-এর শাড়ির চাহিদা রয়েছে দর্শকদের কাছে।

View this post on Instagram

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

তবে এবারে তিনি ব্যবসায়িক কাজে পৌঁছে গেলেন দুবাই। তিনি এমনিতেই ভ্রমণ পিপাসু। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এবারে তিনি দুবাইতে পাড়ি দিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি একাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন। আর নিত্য নতুন পোশাক পরে ছবি পোস্ট করছেন। সম্প্রতি পোস্ট করেছেন একটি ভিডিও। যে ভিডিও তে দেখা গেছে, রচনা ব্যানার্জী একটি ফাইভ স্টার (Five star) রেস্টুরেন্টে বসে ঠান্ডা পানীয় খেতে ব্যস্ত। ছবিটির ক্যাপশন জুড়েছেন, “জীবন হলো একটি যাত্রাপথ, ঘুরে বেড়ানো আমার ওষুধ। যতটুকু আছি এভাবেই বেঁচে যাব”। রচনা ব্যানার্জীর এই পোস্টটি ইতিমধ্যে বেশ ভাইরাল হয়েছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker