একবার নয়, দুবার তিনি লড়েছেন ক্যান্সারের সাথে। আবার সমস্ত লড়াইয়ে জিতে ফিরেও এসেছেন। কিন্তু আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। হাসপাতালে ভর্তি করানোর পরে ডাক্তাররা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভাগ্য যেন তাঁর সাথে বিরম্বনা করছে। নাহলে মাত্র ২৪ বছর বয়সী এক তরতাজা অভিনেত্রীর ক্যান্সারকে জয় করে কাজে ফেরার পরে পুনরায় মৃত্যুর সাথে লড়াই করার মতো পরিস্থিতি হয়।
গত মঙ্গলবার রাতে স্ট্রোক হয় ঐন্দ্রিলা শর্মার। এরপরেই তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি কোমায় চলে যান। তখন থেকেই ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। এখনও তিনি কোমায় রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছে। ডাক্তাররা জানিয়েছেন, অভিনেত্রীর শরীরের এক দিক এখনও অসাড়। বাঁ হাত এবং চোখ নড়ছে।
ঐন্দ্রিলা শর্মার নিজের চিকিৎসার জন্য দিল্লিও যাওয়ার কথা ছিল কয়েকদিনের মধ্যে। সেই কারণেই শ্যুটিংয়ের কাজ থেকে ছুটি নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু আচমকাই স্ট্রোক হয় তাঁর। একইসাথে ঐন্দ্রিলার একটি ওয়েব সিরিজের জন্য গোয়া যাওয়ার কথা ছিল। তবে অসুস্থতায় তাঁকে কাবু করে দিল। তাঁর জ্ঞান আসার জন্য ডাক্তাররা ৪৮ ঘন্টা সময় চেয়েছেন। বর্তমানে তাঁর সাথে রয়েছে তাঁর পরিবার এবং তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী।
২০১৫ সালে ঐন্দ্রিলা যখন ক্লাস এলেভেনে পরেন, তখন তাঁর ক্যান্সার ধরা পরেছিল।এরপর চিকিৎসক বাবা ও নার্স মায়ের সহায়তায় দীর্ঘকালীন চিকিৎসা চলে তাঁর। এরপর ২০১৬ সাল পর্যন্ত চিকিৎসা চলে। চিকিৎসার পর সুস্থ হয়ে যান তিনি। এরপর ‘জিয়নকাঠি’ ধারাবাহিকও করেন তিনি। কিন্তু ২০২১ সালে সরস্বতী পুজোর সময় জানতে পারেন তাঁর ১৯ সেন্টিমিটার এর একটি দীর্ঘ টিউমার (Tumour) হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে যান চিকিৎসা করতে।
প্রাথমিক চিকিৎসার পরে টালিগঞ্জে শুটিং করতে ফেরেন তিনি। তবে পরবর্তীতে শুটিংয়ে ফিরতে পারেননি। এরপরে বহুদিন হাসপাতালে ছিলেন তিনি। তাঁর মা-বাবা সহ তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) তাঁর পাশে থেকেছেন সবসময়। এবারেও তিনি সমস্ত লড়াইকে উপেক্ষা করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন হাসিমুখে, এমনটাই কামনা সকলের।