স্মৃতিই সম্বল! অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মদিন, কেক কেটে বাবার ছবিকে খাওয়াল মেয়ে

গতকাল ছিল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মদিন। একবছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন এই অভিনেতা। গিয়েছের না ফেরার দেশে। একাধিক ছবিতে অভিনয় করে একসময় বাংলা ছবির হার্টথ্রব হয়ে উঠেছিলেন তরুণ অভিষেক। তবে তিনি না থেকেও রয়েছেন ভক্তদের মধ্যে, তাদের স্মৃতিতে।

অভিষেকের জন্ম ১৯৬৪ সালের ৩০ এপ্রিল। ছেলেবেলা থেকেই ছিল অভিনয়ের ইচ্ছে। ‘পথভোলা’ ছবি দিয়েই মূলছবির জগতে পদার্পণ করেন তিনি। এর পর একের পর ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। সেসময় বাংলা ছবিতে প্রসেনজিৎ , চিরঞ্জিত ,তাপস পাল এই সব অভিনেতাদের সাথে সমস্বরে উচ্চারিত হয় তার নাম। মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ,মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী, একাধিক হিট ছবিতে তার দাপুটে অভিনয় , মন জিতেছিল দর্শকদের। ধীরে ধীরে তাদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি।

এরপর কাজ থেকে দীর্ঘ বিরতি নেন তিনি । বিয়ে করেন ব্যক্তিগত জীবনে। এরপর স্ত্রী সংযুক্তা ও তার কোল আলো করে আসে তাদের একমাত্র মেয়ে ডল। এরপর ধারাবাহিকের দুনিয়ার মাধ্যমে অভিনয়ে ফেরেন তিনি। মোহর,খড়কুটো প্রমুখ নানান ধারাবাহিকে বিশিষ্ট চরিত্রে অভিনয় করেন তিনি। শেষবার তাকে বাংলার আরেক অভিনেতা জিতের সঞ্চালনায় ‘ইস্মার্ট জোড়ি’ অনুষ্ঠানে দেখা যায়। সস্ত্রীক সেখানে অংশ নেন তিনি।

গতকাল তার স্ত্রী তার মেয়ের একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে বাবার ছবিকে কেক খাওয়াতে দেখা যাচ্ছে ছোট্ট ডলকে। তাঁর আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেননি অনুরাগীরাই , পরিবার কিভাবে সামলাবে। অভিষেকের স্মৃতিকে সম্বল করেই মেয়ে ডলের সঙ্গে নতুন করে বাঁচার চেষ্টা করছেন সংযুক্তা।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker