বহু বছর ধরে গুপ্তধন রক্ষা করে চলেছে একটি বিষধর সাপ, মাটি খুঁড়তেই প্রমান হাতেনাতে

গুপধনের গল্প শুনতে কারই বা ভালো না লাগে সোশ্যাল মিডিয়ায় গুপ্তধন শিকারি বা ট্রেসর হান্টারদের ভিডিও বেশ জনপ্রিয়। প্রতিনিয়ত এমন অসংখ্য ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরা সাধারণত বিরল এবং অমূল্য নিদর্শন খোঁজার চেষ্টা করে। সম্প্রতি সম্প্রতি গুপ্তধন শিকারিদের একটি দল একটি গুপ্তধনের খোঁজ পেয়ে বেশ আলোড়ন ফেলে দিয়েছে। তাদের দাবি তারা দীর্ঘদিন ধরেই এর সন্ধান করছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে তারা সেখানে আসেন অনুসন্ধানে।

Image 72, , বহু বছর ধরে গুপ্তধন রক্ষা করে চলেছে একটি বিষধর সাপ, মাটি খুঁড়তেই প্রমান হাতেনাতে

স্থানীয় জঙ্গলে দীর্ঘক্ষণ এর অনুসন্ধানের পুর জঙ্গলের একটি বড় গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি গুহা আবিষ্কার করেন তারা। তাদের ধারণা ছিল এটি কি ধরনের মূল্যবান সম্পদ। তবে সেখানেই ওত পেতে ছিল একটি দীর্ঘকায় ভ্যাপোমাস স্নেক। ভীষন বিষধর এই সাপটি বেশ মারাত্মক হয়।

তাকে সেখান থেকে তাড়ানোর পর তার গর্তের চারপাশ খুঁড়ে দেখলে সেখান থেকেই এই গুপ্তধনটি পাওয়া গেছে। একটি সোনার মূর্তি পাওয়া গেছে যার জৌলুস আজও অমলিন। বেশ বড় গোলাকার ধরনের এই মূর্তি। এছাড়াও বেশ কিছু মূল্যবান বস্তু পাওয়া যেতে দেখা যাচ্ছে ভিডিওটিতে। নেটিজেনদের দাবি ,সাপটি ছিল ওই প্রাচীন সম্পত্তির রক্ষক।