সোশ্যাল মিডিয়ার অন্যতম বিষয়বস্তু এখন একাধিক ভাইরাল ছবি ও ভিডিও। প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে ভাল ভিডিও, জ্ঞানী ভিডিও, শিহরণ জাগানো ভিডিও বেশি নজরে পড়ছে। তবে মানুষের থেকে পশুপাখিরা বেশি জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় দৌড়চ্ছে ইত্যাদি।
তবে প্রতিনিয়ত একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। আর সেটাই এখন আকর্ষণীয় হয়ে দাঁড়াচ্ছে সোশ্যালবাসীদের কাছে। এই ভিডিওগুলিই এখন নেটবাসীদের আনন্দের রসদ। পশুদের যে সকল ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে, তার মধ্যে দেখা যায়, কেউ বিশালাকার সাপকে নিয়ে খেলাধূলা করছে, কোনও হাতি মগডালে ওঠার চেষ্টা করছে, কোনও হাঁস ম্যারাথনে দৌড়চ্ছে ইত্যাদি। তবে এবার একটা সাংঘাতিক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
মৌমাছি বা বোলতা, পোকামাকড়দের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পোকা। দেখতে ছোট হলেও এদের একটাই কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এতটাই ধারালো তাদের বিষ। একঝাঁক মৌমাছি যাকে আক্রমণ করে তাঁদের বেঁচে থাকা একেবারেই অনিশ্চিত। কারুর বাড়িতে, বা গাছের ডালে মৌমাছি বা বোলতাদের বাসা বানাতে দেখা যায়। তবে সবসময়ই তারা এক জায়গায় থাকেনা। মরসুম অনুযায়ী তারা নিজেদের পুরোনো ঠিকানা ত্যাগ করে এবং ফেলে রেখে যায় খাঁটি মধু।
হ্যাঁ, মৌমাছির থেকেই আমরা মধু পাই। তবে সাধারণত মানুষ মৌমাছিকে ভয় পেয়েই চলে। তবে এবার যে ভিডিওটি ভাইরাল হল, সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তির শরীরের নির্দিষ্ট জায়গায় একঝাঁক মৌমাছির দল তাঁকে আক্রমণ করেছে। যদিও আক্রমণ বলা ঠিক হবেনা, কারণ ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে ব্যক্তিটি স্বেচ্ছায় নিজের শরীরে মৌমাছিগুলিকে ধারণ করেছে। তিনি সেই অঞ্চলের ‘King of bee’ নামেও পরিচিত। অর্থাৎ মৌমাছিদের রাজা।
আসলে ব্যক্তিটির পেশা মধু সংগ্রহ করা।কিন্তু মৌমাছিদের সঙ্গে এতটাই ভাব হয়েছে যে তাঁর শরীরের নির্দিষ্ট একটি অংশ মৌমাছিরা মাঝে মধ্যেই অধিগ্রহণ করে এবং ওই ব্যক্তি তাদের বহন করে ঘুরে বেড়ায়। যেন তাঁর শরীরের পোশাক। তিনি প্রথমে একটি মৌমাছিকে তাঁর শরীরে নিলে সঙ্গে সঙ্গেই অন্য মৌমাছিরা তাঁর শরীরে উঠে পড়ে। আর সবথেকে অবাক কান্ড ওই ব্যক্তির কোনও ক্ষতি করেনা মৌমাছিরা এবং ব্যক্তির শরীরে তারা একটি নির্দিষ্ট অংশেই বাসা বাঁধে। যা কিনা অবাক করেছে সবাইকে। সম্প্রতি ভিডিওটি afrimax English নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে।