বর্তমানে মানুষের যাতায়াতের অন্যতম একটি মাধ্যম হলো ট্রেন ( Train) । ট্রেন পথে একাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। কোথাও ঘুরতে যাওয়াই হোক কিংবা অফিস কলেজ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ট্রেনের ওপর নির্ভর করে থাকে প্রচুর মানুষ।তাই প্রতিদিনের যাত্রীসংখ্যা হয় প্রচুর। ট্রেনের যাত্রীদের কথা ভেবেই পূর্ব মধ্য রেলের বেশকিছু ট্রেনে উন্নত এবং অত্যাধুনিক ইকোনমিক্সের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায় পূর্ব মধ্য রেলের বিভিন্ন স্টেশনের বারোটি ট্রেনে এসি ক্লাসের কোচ বসানো হয়েছে। এই কামরার ভাড়াও সাধারণত নরমাল এসি কোচের ভাড়া থেকে বেশ কিছুটা কমই রাখা হয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনে এই কামরা বসানো হবে।
ট্রেন নম্বর 12393/12394 রাজেন্দ্রনগর টার্মিনাল-নতুন দিল্লি-রাজেন্দ্রনগর টার্মিনাল সমগ্র ক্রান্তি এক্সপ্রেস, ন নম্বর 12355/12356 পাটনা জম্মুতভি-পাটনা অৰ্চনা এক্সপ্রেস,,ট্রেন নম্বর 13201/13202 পাটনা লোকমান্য তিলক টার্মিনাস।, ট্রেন নম্বর 13237/13238 এবং 13239/13240 পাটনা-কোটা-পাটনা এক্সপ্রেস, ট্রেন নং 22351/22352 পাটলিপুত্ৰ এসএমবিএইচটি বেঙ্গালুরু-পাটলিপুত্র এক্সপ্রেস।
এই খবর শোনার পরে প্রত্যেক যাত্রীরা ভীষণ খুশি হয়েছেন। কারণ অনেকেরই প্রয়োজন পড়ে এসি কামরার। কিন্তু অত্যধিক ভাড়ার জন্য সে এসি কামরায় ভ্রমন করতে পারেন না । কিন্তু এবারে কম ভাড়াতে আপনি চাইলেই এসি ( AC) কামড়ায় ভ্রমন করতে পারবেন।