Yash Dasgupta: এবার সোজা টলিউড থেকে বলিউডে! কেরিয়ারের প্রথম হিন্দি ছবির পোস্টার শেয়ার করলেন যশ, নায়িকা কিন্তু ভীষন লাস্যময়ী!

বিগত বেশ কিছু সময় ধরে যশ দাশগুপ্ত (Yaash Dasgupta) কে নিয়ে ট্রোলিং (Trolling) হয়েই চলেছে। এর প্রধান কারণ নুসরাত (Nusraat)। নুসরাতের (Nusraat) সাথে সম্পর্কের জেরেই এই চর্চা। আসলে নুসরাত হঠাৎই জানান তিনি প্রেগন্যান্ট (Pregnant)। সকলেই ভেবেছিলেন নুসরাত আর তার তৎকালীন স্বামী নিখিল জৈন (Nikhil Jain) বাবা মা হতে চলেছেন। কিন্তু জানা যায় সন্তানটি নিখিলের নয়। নুসরাত জানাতে চাননি বাচ্চাটি আসলে কার। এরপর সময়ে এগোতে থাকে। যখন বাচ্চার বার্থ সার্টিফিকেটে (Birth certificate) বাবার নামের জায়গায় যশ দাশগুপ্তের নাম দেখা যায় তখনই পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে যায় সকলের কাছে।

যশ মূলত মুম্বাইয়ের বাসিন্দা। মুম্বাইতে (Mumbai) থাকাকালীন বেশকিছু হিন্দি ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। তবে খুব একটা পপুলারিটি হাসিল করতে পারেননি। সেখানে তার অভিনীত ধারাবাহিক ছিল “না আনা ইস দেশ মেরি লাডো” (Na aana ish desh meri lado)। এই ধারাবাহিকটি তৎকালীন সময়ে বেশ খ্যাতি অর্জন করেছিল। কিন্তু সেখানেও যশের অভিনয় খুব একটা লোকের চোখে আসেনি। এর পর তিনি কলকাতায় চলে আসেন। বাংলায় তার প্রথম ধারাবাহিক ছিল “বোঝেনা সে বোঝেনা”। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে ডেবিউ করার পাশাপাশি নিজের পপুলারিটি অর্জন করেন যশ। এক লহমায় খ্যাতির শীর্ষে পৌঁছে যান তিনি। এরপর যদিও তাকে আর ধারাবাহিকে দেখা যায়নি। সোজা বড় পর্দায় পদার্পণ করেন তিনি। “বোঝেনা সে বোঝেনা” ধারাবাহিকে যেই পপুলারিটি তিনি অর্জন করেছিলেন সেই পপুলারিটি কাজে লাগিয়েই তার অভিনীত প্রথম ফিল্মটি বক্সঅফিসে মোটামুটি চলে যায়। কিন্তু তারপর থেকে খুব একটা প্রশংসিত তিনি হননি।

View this post on Instagram

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

তবে বেশ কিছু বছর ধরে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এনা সাহা প্রযোজিত একটি সিনেমা মুক্তি পায় আর মধুরিমা সরকারের বিপরীতে মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড হয়। এই দুটিতেই তিনি অভিনয় করেছিলেন। দুটোই মোটামুটি পপুলারিটি পেয়েছিল। সম্প্রতি তিনি বলিউডে (Bollywood) পদার্পণ করতে চলেছেন। “ইয়ারিয়াঁ 2” (Yariaan 2) মুভি দিয়ে। এই মুভিতে তিনি দিব্যা খসলা কুমার (Divya Khosla Kumar) এর বিপরীতে অভিনয় করেছেন। এর একটি এনিমেটেড (Animated) মোশন পিকচার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন যশহ এই মুভিটি তে কাজেনদের মধ্যের বন্ধুত্ব ও ভালোবাসা দেখা যাবে

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker