রাস্তায় মাস্ক পরে সাধারণ পোশাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অরিজিৎ সিং, মুহূর্তে ভাইরাল ভিডিও

বং ট্রেন্ডি ডেস্ক: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় এমন একটি মাধ্যম যেখানে কোন কিছু ভাইরাল হতে বেশি সময় লাগে না। বিশেষ করে লকডাউনে সোশ্যাল মিডিয়াতে ভালো কিংবা মন্দ বেশ কিছু ঘটনার সাক্ষী আমরা হয়ে থাকলাম। সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আমাদেরকে হাসায়, আবার এমন অনেক ভিডিও যা আমাদেরকে অবাক করে দেয়।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গায়ক অরিজিৎ সিং সাধারণ পোশাক পরে মুখে মাস্ক লাগিয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন। অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমান গানের জগতে উজ্জ্বলতম নক্ষত্র তিনি। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন পছন্দ করেন, নেই তার মধ্যে এইটুকু অহংকার।
Video – facebook (Mohan Barma) pic.twitter.com/xnJtMejccZ
— Samay Barta (@SamayBarta) February 18, 2021
২০০৫ সালে ‘গুরুকুল’ থেকে অরিজিৎ সিং-এর যাত্রা শুরু হয়। তারপর তিনি ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় জয়লাভ করেন। তার জনপ্রিয়তা শুরু হয় ২০১৩ সালে ‘আশিকি টু’ সিনেমায় গান করার পর থেকে। এখনো পর্যন্ত ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। বলিউড কিংবা টলিউড গায়ক হিসেবে তিনি ১ নম্বরেই আছেন।