এক টুকরো কাপড় দিয়ে তৈরি পোশাকে এবার সোশ্যাল মিডিয়া মাতালেন উর্ফি জাবেদ। তার এই পোশাকের জন্যই তিনি বারবার সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন। কিন্তু সবকিছু কে তুচ্ছ করে তিনি বারবার নিত্য নতুন সাজে সেজে ওঠেন। সদা সর্বদা যেন বিতর্কের মধ্যে থাকতেই পছন্দ করেন তিনি। নিজেই নিজের মতো করে ফ্যাশন স্টেটমেন্ট তৈরী করে ভক্তদের অবাক করেন। এর আগে সেফটিপিন দিয়ে তৈরী পোশাক কিংবা নিজের ফটোগ্রাফ দিয়ে তৈরী পোশাক পরে সমালোচনার মুখে পড়েছিলেন উরফি। সম্প্রতি আবারও সেই একই সমালোচনার মুখোমুখি পড়তে হয় বিগ বসের প্রাক্তন এই প্রতিযোগিনীকে।
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতে উরফির পরনে ছিল নীল রঙের স্কার্ট এবং নীল দড়ি দিয়ে তৈরী হল্টারনেক টপ। হালকা মেকাপের সাথে রোদচশমা আর চুলে বান বাঁধায় তাঁকে নিঃসন্দেহে মোহময়ী লাগছিল। তবে তাঁর উর্ধাঙ্গের টপ নিয়ে নেটিজেনদের বিদ্রুপাত্মক মন্তব্য দেখতে পাওয়া গিয়েছে। শুধুমাত্র দড়ি দিয়ে তৈরী টপের মধ্যে দিয়ে ক্লিভেজ স্পষ্টতই দৃশ্যমান। কিন্তু তার জন্য কোন অসস্তিতে পড়তে দেখা যায়নি উরফিকে। বিন্দাস ভাবেই ঘুরে বেড়াচ্ছেন এয়ারপোর্টে এবং ছবি তুলছেন সবার সাথে। তার এই পোশাক পরা নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন নেট নাগরিকগণ।
বলিউডের নায়কদের মধ্যে রণবীর সিং (Ranveer Singh) মাঝে মধ্যে বেশ অদ্ভুত পোশাকে ধরা দেন বিভিন্ন অনুষ্ঠানে। একমাত্র তাঁরই এইরকম পোষাক পছন্দ হবে বলে মনে করছেন সমালোচকরা। বর্তমানে কোন রিয়েলিটি শো কিংবা সিরিয়ালে তাঁকে দেখতে পাওয়া না গেলেও ‘বিগ বস সিজন ১৬’ (Bigg Boss 16) নিয়ে বিতর্কিত মন্তব্য করে আপাতত খবরে রয়েছেন তিনি। কিন্তু এত সমালোচনার পরেও সবার এত হাসির পাত্র হয়ে ওঠার পরেও নিজের জীবনটাকে উপভোগ করার নীতিতে বিশ্বাসী উরফি জাবেদা। তাই তিনি এভাবেই পছন্দ মত জীবনটাকে উপভোগ করে চলেছেন।