প্রাচীন কাল থেকেই মানুষ জ্যোতিষ শাস্ত্রের ওপর ভীষণভাবে আস্থাশীল। যে কোনো কাজের শুভারম্ভ থেকে শুরু করে অন্নপ্রাশন, বিয়ে, উপনয়নের মতোন শুভ কাজও জ্যোতিষ শাস্ত্র মেনেই সম্পন্ন হয়ে থাকে। এমনকি শিক্ষা,অর্থ প্রভৃতি বিষয়ও জ্যোতিষ শাস্ত্র মেনেই হয়।
এই জ্যোতিষ শাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক হলো রাশিফল গননা। বৈদিক জ্যোতিষে মোট ১২টি রাশি, যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
এই প্রত্যকটি রাশির নিজস্ব গুন বা দোষ রয়েছে, যেগুলোকে কখনোই অপরিবর্তনীয় বলা চলে না। বছর, মাস, সপ্তাহ এমনকি দিনে দিনেও এইসব রাশির গুনাবলীর পরিবর্তন পরিলক্ষিত হয়। তাই কোন রাশির জন্য কোন দিন শুভ বা অশুভ তা আগে থেকে জেনে রাখলে অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
আবার কোন রাশির জন্য কোন দিনটি শুভ, সে সম্পর্কেও অবগত হওয়া যায়। তাই প্রাত্যহিক রাশিফল জেনে রাখা একান্ত কর্তব্য। তাহলে জেনে নিন আপনার রাশিফল-
মেষ রাশিফল (Aries Horoscope)- সন্তানদের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। ভ্রাতৃবিরোধের যোগ রয়েছে। আজ কিছু আলোচনা করতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। প্রতিকার- নিজের ইষ্টদেবতাকে লাল সিঁদুর দিয়ে বিবাহ করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope)– বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে শান্তি লাভ। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রতিকার- রুপার থালা চামচ ব্যবহার করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope)- কারো অনিষ্ট করতে চাইলে নিজেই ভুক্তভোগী হতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি হতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। প্রতিকার- রুপার থালা চামচ ব্যবহার করুন ওখানে।
কর্কট রাশিফল (Cancer Horoscope)- যানবাহন ব্যবহারে অধিক সতর্ক থাকা প্রয়োজন। সামান্য অসতর্কতায় বিপদ আসতে পারে। উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতন স্তরের বিদ্যায় অগ্রগতি। বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই ভালো। প্রতিকার – খাওয়ার খাবার আগে নিজের পা ধুয়ে নিন, তা সম্ভব না হলে খাবার আগে জুতো খুলে বসুন।
সিংহ রাশিফল (Leo Horoscope)- পুরনো বন্ধু আজ উপকারে হাত বাড়িয়ে দিতে পারে। কারো প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় সমস্যা হতে পারে। প্রতিকার- তামার পাত্রে জল রেখে পান করুন।
কন্যা রাশিফল (Libra Horoscope)– পুরনো বন্ধু আজ উপকারে হাত বাড়িয়ে দিতে পারে। কারো প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় সমস্যা হতে পারে। প্রতিকার- রুপার থালা চামচ ব্যবহার করুন।
তুলা রাশিফল (Libra Horoscope)– সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন। বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার স্বীকার হতে পারেন। প্রতিকার- ভগবানে বিশ্বাস করুন ।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)- কর্মক্ষেত্রে ভাগ্য আপনার খুব সঙ্গ দেবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো। আপনার থেকে ছোট কারও উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি। প্রতিকার- পায়েশ সেবন করুন্ কালকের।
ধনু রাশিফল (Sagittarius Horoscope) – আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। প্রতিকার- এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে।
মকর রাশিফল (Capricorn Horoscope) – প্রতিবেশীর সঙ্গে বিবাদ থেকে সাবধান। স্ত্রীর জন্য ভালো কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে। প্রতিকার- হিজড়ে সম্প্রদায়ের মানুষ দেড় সবুজ বালা বা অন্য কোনো সবুজ সামগ্রী দান করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)– নিজের প্রতি বিশ্বাস রাখুন। কোনও কাজ ফেলে রাখবেন না। আজ পুরনো বন্ধুদের সাথে সাথে দেখা হতে পারে। এই জন্য আপনার সন্ধ্যাটা মখলো করছি। প্রতিকার- সাদা সুগন্ধি ফুলের গাছ বাড়িতে লাগালে ও তার সেবা যত্ন করুন।
মীন রাশিফল (Pisces Horoscope)- আজ ভ্রমণ শুভ। স্ত্রীর বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে। প্রতিকার-খাদ্যে সবুজ শস্যর পরিমান বাড়ান।