আজকের রাশিফল ১৩ অক্টোবর বৃহস্পতিবার, জেনে নিন আজ কি কি করা উচিত আপনার





প্রাচীন কাল থেকেই মানুষ জ্যোতিষ শাস্ত্রের ওপর ভীষণভাবে আস্থাশীল। যে কোনো কাজের শুভারম্ভ থেকে শুরু করে অন্নপ্রাশন, বিয়ে, উপনয়নের মতো শুভ কাজও জ্যোতিষ শাস্ত্র মেনেই সম্পন্ন হয়ে থাকে। এমনকি শিক্ষা,অর্থ প্রভৃতি বিষয়ও জ্যোতিষ শাস্ত্র মেনেই হয়। এই জ্যোতিষ শাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক হলো রাশিফল গননা। বৈদিক জ্যোতিষে মোট ১২টি রাশি, যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।




এই প্রত্যকটি রাশির নিজস্ব গুন বা দোষ রয়েছে, যেগুলোকে কখনোই অপরিবর্তনীয় বলা চলে না। বছর, মাস, সপ্তাহ এমনকি দিনে দিনেও এইসব রাশির গুনাবলীর পরিবর্তন পরিলক্ষিত হয়। তাই কোন রাশির জন্য কোন দিন শুভ বা অশুভ তা আগে থেকে জেনে রাখলে অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। আবার কোন রাশির জন্য কোন দিনটি শুভ, সে সম্পর্কেও অবগত হওয়া যায়। তাই প্রাত্যহিক রাশিফল জেনে রাখা একান্ত কর্তব্য। তাহলে জেনে নিন আপনার রাশিফল-




মেষ রাশিফল (Aries Horoscope)– শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক হবে আপনার জন্য। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করা উচিত নয় আপনার। বাড়ির কাজ ক্লান্তিকর হবে আপনার জন্য। এর ফলে মানসিক দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। সঙ্গিনীর কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। প্রতিকার- মহাদেব কে জল পূর্ণ নারকোল অর্পণ করলে ক্যারিয়ারে তা ভালো প্রভাব দেবে।




বৃষ রাশিফল (Taurus Horoscope)– ভাগ্যের ওপর নির্ভর করবেন না। নিজের কর্মপ্রচেষ্টার ওপর জোর দিন। স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না কখনোই। ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনোদিন হবে না। নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আপনার উচিত শরীরচর্চা শুরু করে দেওয়া। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলা উচিত আপনার। কর্মক্ষেত্রে ভালো কিছু হতে চলেছে আপনার সাথে। প্রতিকার- বিভিন্ন রঙের চাপা কাপড় জামা পড়লে ব্যবসা-বাণিজ্যের ও আর্থিক উন্নতি হবে।




মিথুন রাশিফল (Gemini Horoscope)– আপনি আপনার ইচ্ছা হারিয়ে ফেলছেন, তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করা উচিত আপনার। খারাপ সময়ে আপনার জমানো সম্পদ একমাত্র আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করতে পারে। অতএব আজ থেকে সঞ্চয় শুরু করে দিন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটান। এটি আপনার মন ভালো করে দেবে। প্রতিকার- প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য ঘরে রাখুন, এতে আপনার আর্থিক উন্নতি হবে।




কর্কট রাশিফল (Cancer Horoscope)- প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে উৎসাহদান করবে। বিনিয়োগের পরামর্শ দেওয়া হতে পারে আপনাকে। কিন্তু বিভ্রান্ত না হয়ে সঠিক উপদেশের খোঁজ করুন। যুক্তিসম্মত হতে চেষ্টা করুন নিজে। প্রতিকার – নিজের সহোদরের প্রতি সদ্ভাব রাখবেন এবং কটূ কথা বলা থেকে দূরে থাকবেন।




সিংহ রাশিফল (Leo Horoscope)– যে কোনোরকম নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। এটি এড়িয়ে চলা উচিত আপনার। নিজের আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন। আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক হবে। প্রতিকার- লালচে বাদামী কুকুরকে তন্দুরি রুটি খাওয়ান।




কন্যা রাশিফল (Virgo Horoscope) – আজ আপনি শক্তিপূর্ণ থাকবেন সবসময়।আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন, তার অর্ধেক সময়েই এটি করতে পারবেন। লাভদায়ক দিন নয় আজ। তাই আপনার আর্থিক অবস্থা দেখে তবেই আপনি খরচ করুন। প্রতিকার- ঘরে একোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে আপনার উন্নতি হবে।




তুলা রাশিফল (Libra Horoscope)– আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি পাবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গোপনীয়তা বজায় রাখুন। আপনার পরিবাকে সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের কথা ভাবেন। তাঁদের সাথে সুন্দর সময় কাটান। প্রতিকার- হনুমান জির মন্দিরে বাদাম দান করে তার অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখে দিলে আপনার আর্থিক উন্নতি হবে।




বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope) – অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির থাকুন এবং দুশ্চিন্তামুক্ত থাকুন সবসময়। এতে আপনার মানসিক দৃঢ়তা বাড়বে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করা উচিত হবে না আপনার। এর ফলে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখুন। প্রতিকার- শরীর ভালো রাখার জন্য ওম বুং বুধায়ে নমঃ এই মন্ত্রটি দিনে ১১ বার দুবেলা করে জপ করুন।




ধনু রাশিফল (Sagittarius Horoscope)– আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কেউ কিছু বললে তার সাথে তর্ক করবেন না। বরং শান্ত মাথায় উত্তর দিন। নতুন নতুন ধারনা আসতে পারে আপনার মাথায়, সেগুলো লাভজনক হবে। প্রতিকার- সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্রদশিশু, মূলত কন্যাদের দান করুন।




মকর রাশিফল (Capricorn Horoscope)– নিরন্তর বোধশক্তি ও উদ্যোম একত্রে মিলিত হয়ে আপনার সাফল্য আনতে পারে। তাই ধৈর্য্য বজায় রাখুন। মোবাইলের প্রতি আকর্ষণের ফলে অনেক সময় পেরিয়ে ফেলেন আপনি। সেই বিষয়ে সচেতন থাকুন। প্রতিকার- আর্থিক উন্নতির জন্য রাতের উনুনের আগুন দুধ দিয়ে নেভাতে হবে আপনাকে।




কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)– আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে আজ। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনার প্রতি। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। স্ত্রী খুব সুন্দর করে তার জীবনে আপনার মূল্য বর্ননা করবে। প্রতিকার– কাঠের পিঁড়ি বা চৌকির ওপর বসে খেলে বা খাবার সময় জুতো খুলে খেতে বসলে পারিবারিক সম্পর্কগুলো সুন্দর হবে।




মীন রাশিফল(Pisces Horoscope)– ভ্রমণ,বিনোদন আপনার সময়সূচীতে থাকবে। আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে আপনার জন্য। বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। প্রতিকার- হিজড়ে সম্প্রদায়ের মানুষদের অসম্মান করবেন না কারণ তারা বুধের সাথে সম্পর্কিত। তাঁদের সম্মান করুন।



