আমেরিকা যুক্তরাষ্ট্রের আকাশে মেঘের কিছু ছবি, যা নেট দুনিয়ায় সারা ফেলেছে

জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ুর ক্রমশ উপরে উঠলে অতিরিক্ত শীতলতার সংস্পর্শে সম্পৃক্ত হয়। এই সম্পৃক্ত বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক এর নিচে নেমে গেলে ঘনীভবনের ফলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জল্পনা ও তুষারকণায় পরিণত হয়। বায়ুতে ভাসমান ধূলিকণা,কয়লার কনা প্রভৃতিকে আশ্রয় করে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণার আকাশে ভেসে বেড়ায়। এদের আমরা মেঘ বলি।

মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট দৃশ্যমান কোনো ভরকে-ও মেঘ বলা হয়, যেমন মহাশূন্যে ছড়িয়ে থাকা ইন্টারস্টেলার মেঘ এবং নীহারিকা। এই মেঘ বায়ুমন্ডলের ২০০০-৭০০০ ফুট উচ্চতায় দেখতে পাওয়া যায়। (৩) নিম্বো স্ট্র্যাটাস মেঘঃ- ঘন, পুরু ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে। এই মেঘ নিন্ম ও মাঝারি স্তর থেকে উপরের দিকে প্রসারিত হয়। এই মেঘ বায়ুমন্ডলের ২০০০-১৮,০০০ ফুট উচ্চতায় দেখতে পাওয়া যায়।

আমেরিকা যুক্তরাষ্ট্র হল বিভিন্ন ধরণের প্রাকৃতিক দৃশ্যের আবাসস্থল, ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ বন থেকে শুরু করে রুক্ষ উপকূলরেখা এবং সুউচ্চ পর্বত। এখানে মেঘের কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবি আমারা তুলে ধরব। নিম্নে আলোচনা করা হল-

অদ্ভুত সুন্দর মেঘের দৃশ্য। এটি টেক্সাস থেকে তোলা একটি ছবি। ২০২১ সালের ১৭ই মে এই ছবিটি তোলা হয়েছিল।

এটি অ্যাডাম কাইলি জ্যাকসনের তোলা অসম্ভব সুন্দর আকাশের তারাদের একটি ছবি। এই ছবিটি নেট দুনিয়ায় অনেক আলোড়ন সৃষ্টি করেছিল।

এটি একটি বিমানের পাইলটের তোলা ছবি। ভূপৃষ্ঠ থেকে ৩৭ হাজার ফিট উপর থেকে এই ছবিটি তোলা হয়েছিল। এটি একটি বজ্রপাতের ছবি।

এটি উইসকসিনের মেঘলা আকাশের ছবি। ঝড় আসার আগে এই ছবিটি তোলা হয়েছে, এই ছবিটি নেট দুনিয়ায় অনেক জনপ্রিয়তা লাভ করেছে।

নর্থ ক্যারোলিনার ওয়াইল্ড হর্স বিচের এক মনোমুগ্ধকর ছবি। সূর্য অস্ত যাওয়া ও ঝড় আসার সন্ধিক্ষণের এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। নেট দুনিয়ায় ছবিটি সারা ফেলেছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker