কালীপুজোয় প্রলয়ের আশঙ্কা, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সুপার সাইক্লোন ‘সিত্রাং’

সম্প্রতি বাঙালি দুর্গাপুজো কাটিয়ে উঠল। দুর্গাপুজোয় বৃষ্টি বাঙালির আনন্দকে কিছুটা দমিয়ে দিয়েছিল। তাই কালীপুজো নিয়ে উত্তেজনা (excitement) ছিল তুঙ্গে। কিন্তু খবর মিলছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সুপার সাইক্লোন (Super Cyclone), যা আছড়ে পড়তে পারে দীপাবলিতে (Diwali)!

দুর্গাপুজোর মতো নিম্নচাপের বৃষ্টি নয় বরং এবার সমস্ত মজা ভেস্তে দিতে আসছে 150-200 কিমি. বেগের সুপার সাইক্লোন। যার নাম রাখা হয়েছে “সিত্রাং”। আবহাওয়া দপ্তর সূত্রের খবর অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুটি নিম্নচাপ। যার মধ্যে একটি ঘনীভূত হয়ে রূপ নেবে সুপার সাইক্লোনের। আগামী 17 ই অক্টোবর অথবা 18 ই অক্টোবর নাগাদ এই নিম্নচাপ সৃষ্টি হতে পারে আন্দামান সাগরে। যা সুপার সাইক্লোনের রূপ নেবে 18 ই অক্টোবর থেকে 19 শে অক্টোবরের মধ্যে। এটির কারণে সৃষ্টি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়।

150 কিমি. বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে স্থলভাগে। আপাতত জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বঙ্গ উপকূল অথবা উড়িষ্যা হয়ে অন্ধপ্রদেশের যেকোনো স্থানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। তবে সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে জলোচ্ছ্বাস। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। 15 ফুট থেকে 20 ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ জানা যায়নি। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরেই এই প্রসঙ্গে বলা যাবে ।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker