‘আমার জন্যই বলিউডে রাজ করছে সালমান খান’! এত দিনে মুখ খুললেন টলিউডের প্রসেনজিৎ





টলিউডের একজন জনপ্রিয় নায়ক হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prasenjit Chattopadhyay) । তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। অনেক সুপার হিট ছবি তিনি দর্শকদের উপহার হিসেবে দিয়েছেন। তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা প্রচুর। বহু বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন । অনেক ছবিতে এবং অনেক নায়িকার সঙ্গে তিনি অভিনয় করেছেন।




অপরদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন সালমান খান ( Salman Khan) । তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। অনেক সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। এবারে জানা গেলো সালমান খানের ক্যারিয়ারেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর অনেকটা অবদান রয়েছে। টলিউড ( Tollywood) এ একসময় প্রসেনজিতের ভীষণ দাপট ছিল। সে সময় তিনি একাই ছিলেন গোটা ইন্ডাস্ট্রি (Industry)। তখন তার কাছে বলিউডের ( Bollywood)দুটি ছবির প্রস্তাব আসে। সেই দুটি ছবি হলো ম্যায়নে পেয়ার কিয়া ( Maine Pyar kiya) ও সজন ( Sajan)।




কিন্তু সেই সময়ে তিনি টলিউড চলে যেতে চাননি। তাই এই দুটি ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর এই দুটি ছবিতে পরবর্তীকালে অভিনয় করেন সালমান খান ।সেই কারণেই সালমান খান ভীষন জনপ্রিয়তা পান । যদি প্রসেনজিৎ সেই ছবি দুটির প্রস্তাব ফিরিয়ে না দিতেন তাহলে সালমান খান সেই ছবি দুটিকরতেন কি না এবং এত জনপ্রিয়তা পেতেন কিনা সেটাই প্রশ্নের মুখে।এর ফলে এ কথা বলাই যায় যে সালমান খানের উত্থানের পেছনে কিছুটা হলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান রয়েছে। এই খবরটি জানার পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুগামীরা খুবই খুশি হয়েছেন।



