‘রানী রাসমণি’র পর পর্দা থেকে উধাও রাজচন্দ্র! বাংলা সিরিয়াল কেন ছাড়লেন? রইল অভিনেতার খোঁজ

‘করুণাময়ী রাণী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে রাণী রাসমণির স্বামীকে মনে আছে তো? মনে থাকারই তো কথা। কারণ তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বারংবার। এই চরিত্রে যিনি অভিনয় করতেন, তার প্রকৃত নাম গাজী আব্দুন নূর (Gazi Abdun Noor)। জন্ম এবং বড়ো হয়ে ওঠা তাঁর বাংলাদেশে (Bangladesh)। কাজের সূত্রে কলকাতায়(Kolkata) আসা তাঁর। ফলে এপার বাংলা, ওপার বাংলা – দুই বাংলার মানুষদের কাছেই তিনি প্রিয় অভিনেতা।

গাজী আবদুন নুর বাংলাদেশ থেকে ভারতে আসেন। পড়াশোনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। এরপরে তিনি সুযোগ পান করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকে রাজচন্দ্রের ভূমিকায় অভিনয় করার। কিন্তু ২০১৯ সালে তাঁকে পুনরায় ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। বাংলাদেশে ফিরে গিয়ে তাঁর জনপ্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি।এমনকি বড়পর্দাতেও কাজ করেছেন। ইতিমধ্যে ৫টি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমায় কাজ করেছেন। এমনকি সামনেই তাঁর ২টি সিনেমা মুক্তির অপেক্ষায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজচন্দ্র বলেছেন, “আমি দেশে ফিরে আসার পরে কাজ শুরু হয়ে গেল। আর তারপরই করোনা হল, দেড় বছর আমি সেভাবে কাজ করতে পারিনি। তবে এখন আবার বাংলাদেশের সিনেমার অবস্থা বেশ ভালো হয়েছে”। তাই তো দেশে ফিরে নিজেকে অভিনয়ের কাজে ব্যস্ত রেখেছেন। তবে তাঁর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তোলা হয়নি। তাই তিনি হয়তো সম্প্রতি আসবেন কলকাতায়। এমনকি তিনি জানিয়েছেন, তিনি কলকাতায় এসে নতুন কাজের সুযোগ পেলে অবশ্যই করবেন। কলকাতা তাঁর কাছে আবেগের জায়গা।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker