আজ রবিবার, এইভাবে সূর্য দেবের পূজা করুন ঘুরবে ভাগ্যের চাকা

নিজস্ব প্রতিবেদন: আমাদের সকলের চেতনা শক্তির মূল উৎসই হলো সূর্য দেব।আর সূর্যদেবর পূজা রবিবারে করলে সূর্য দেব বেশি সন্তুষ্ট হন। তাই আজকের দিনে সূর্য দেবের পূজা করলে সূর্যদেবের কৃপা দৃষ্টি আমাদের উপর সর্বদা বজায় থাকবে অর্থাৎ আমাদের কল্যাণ হবেই।
পূজার নিয়মানলি: প্রথমে সকালে স্নান করে দুই হাতের পাতা এক জায়গায় করে হাতের পাতায় জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে সেই জল ঢালতে হবে আর নিচে দেওয়া মন্ত্ৰটি জপ করতে হবে। মন্ত্ৰটি হল- ওঁ জবাকুসুম-সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্