আজকের রাশিফল মঙ্গলবার ১৮ই মে ২০২১, কোন রাশির ভাগ্যে কি রয়েছে? জানাচ্ছেন আমাদের জ্যোতিষীরা

নিজস্ব প্রতিবেদন: কেমন যাবে আপনার আজকের রাশিফল (Ajker Rashifal) রাশিফল (Today Horoscope Bangla) আজকের রাশিফল বিচারের মাধ্যমে জেনে নিন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই রাশিগুলির দিনটি কেমন কাটবে।
রাশিফল আমাদের জীবনে অনবদ্য ভূমিকা গ্রহণ করে থাকে। রাশিফল এর মাধ্যমে আমাদের অর্থ ভাগ্য কেমন, পারিবারিক পরিবেশ কেমন যাবে সব কিছুই আমরা জানতে পারি। রাশিফল আমাদের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করে। যেমন কোনো বিপদের সম্ভাবনা থাকলে তা আগে থেকেই রাশিফল এর মাধ্যমে জানা যায়। আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃষ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আজ জন্ম হবার কারণে আপনার ওপর মঙ্গলের প্রভাব স্পষ্ট।
- শুভ সংখ্যা: ৯,১৮,২৭
- শুভ বর্ণ: লাল ও সাদা
- শুভ গ্রহ ও বার: মঙ্গল ও শুক্র
- শুভ রত্ন: হীরা ও রক্ত প্রবাল
- শুভ রং: আজ আপনার জন্য লাল ও সাদা বর্ণ সৌভাগ্য বয়ে আনবে
- শুভ সময়: সকাল: ৫:২৭-৮:০৬, ৯:৫২-১:৫২, বিকাল: ৩:১২-৫:০০ রাত: ৬:৩৭-৭:২৮, ৮:৫৪-১০:২০ এর মধ্যে

মেষরাশির জাতক-জাতিকাদের আজ দিনটিতে মানসিক চিন্তা বাড়তে পারে। মনে অহেতুক সংদেখো পোষণ করতে পারেন। ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে সহযোগীদের পরামর্শকে গুরুত্ব দিন।
বৃষরাশির জাতক-জাতিকাদের উচ্চাশা বৃদ্ধি পাবে। বড় কোনো কিছু করার পরিকল্পনা করতে পারেন। সমাজে নামি ব্যাক্তিদের সমর্থন পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। ভাগ্য সহায় থাকবে। অন্যের সাহায্য নিন তবে নিজের আত্মসম্মানের কাছে আপোষ করবেন না। আপনার প্রকৃতি আপনাকে জনপ্রিয় করে তুলবে।

মিথুনরাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সমস্যার সমাধান হবে। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বাধা আসবে। গোপনীয়তা ত্যাগ করে পরিবারের সাথে কথা বলুন। বৈষয়িক বিলাসিতা ও আনন্দ ভোগ করতে পারেন। সন্ধ্যের পর পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে।
কর্কটরাশির জাতক-জাতিকাদের বিবাহের দিনক্ষণ নির্ধারিত হতে পারে। কর্মক্ষেত্রে প্রসারতা লাভ হবে। গৃহে শুভ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করতে পারেন। সম্পর্কের জটিলতা থেকে মুক্তি মিলতে পারেন। কাজের চাপ কমবে। মানসিক অবসাদ আসতে পারে।

সিংহরাশির জাতক-জাতিকাদের কাজের চাপ বাড়বে সম্ভব হলে সহকর্মীদের সাথে কাজ ভাগ করে নিন। পরীক্ষামূলক বিষয়ে সফলতা আসতে সময় লাগবে। কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। অন্যকে খুব বেশি বিশ্বাস করবেন না। ব্যাবসায়ীরা উদ্বিগ্ন থাকতে পারেন। সঞ্চয়ের ব্যাপারে মনোযোগী হওয়া উচিত।
কন্যারাশির জাতক-জাতিকাদের প্রবীণ ও শিশুদের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে। মনকে কেন্দ্রীভূত করা কঠিন হবে। পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। আপনার পরামর্শ সমাজে গুরুত্ব পাবে। প্রচেষ্টা সফল হবে। বিশেষ কিছু সম্মান বা স্বীকৃতি পেতে পারেন।

তুলারাশির জাতক-জাতিকাদের পেটের সমস্যায় আজ ভুগতে পারেন। কাজে বাধা আসবে। লোকে আপনাকে ভুল ব্যাখ্যা করতে পারে। কোনো ঝামেলায় জড়াবেন না। বুঝে কথা বলুন। কোনো ধার দেওয়া বা নেওয়া আজ দিনের পক্ষে উপযুক্ত নয়।
বৃশ্চিকরাশির জাতক-জাতিকাদের পুরোনো ঋণ শোধের জন্য চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে সফলতা আসবে। নতুন চাকরির যোগ রয়েছে। আজ আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী হবেন। ধর্মীয় কাজে সময় ব্যায় করতে পারেন। পুরোনো বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে।

ধনুরাশির জাতক-জাতিকাদের আজ আপনার যেকোনো কাজ ধৈর্য সহকারে করা উচিত। অধস্তন কর্মীদের থেকে যথেষ্ট সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। সরকারি কোনো কাজ আটকে থাকলে আজ তা সম্পন্ন হতে পারে।
মকররাশির জাতক-জাতিকাদের পরিবারের সহযোগিতা পাবেন। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিক থেকে সচ্ছল থাকবেন। সমস্যার মুখে পড়লে বন্ধুবান্ধবের পরামর্শ নিন।

কুম্ভরাশির জাতক-জাতিকাদের কাজের চাপ বৃদ্ধি পাবে। সমস্যার সমাধান সহজে হবেনা। সৎবন্ধুর পরামর্শে ব্যাবসায়ে উন্নতি ঘটতে পারে। আত্মীয় কলহের সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রূ বৃদ্ধি পাবে। সন্তানের চিন্তায় উদ্বিগ্ন হতে পারেন। বিকেলের পর স্বাস্থ্যহানি ঘটতে পারে।
মীনরাশির জাতক-জাতিকাদের মাংস পেশীর যন্ত্রনায় কষ্ট পেতে পারেন। সুযোগ পেলেও আপনি সেটা কাজে লাগাতে পারবেন না। শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন। দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে।